Raid 2 বক্স অফিস কালেকশন, ১১তম দিন: ১ মে, শ্রমিক দিবসে মুক্তি পেয়েছিল ‘রেইড-২’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝোড়ো ব্যটিং করে চলেছে অজয় দেবগণের এই ছবি। মাঝে গতি কিছুটা শ্লথ হলেও বক্স অফিসে রেইড ২ দাপট এখনও অব্যাহত। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। আর এবার মুক্তির ১১তম দিনের মাথায় ছবির আয় দাঁড়িয়েছে ১২০.৭৫ কোটি টাকা।
ট্রেড ট্র্যাকার Sacnilk.com-এর মতে, Raid 2র ১১তম দিনে আনুমানিক আয় (এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে) করেছে প্রায় ১১.৭৫ কোটি টাকা। অর্থাৎ বলাই বাহুল্য রবিবার রেইড ২র আয় অনেকটাই বেড়েছে। sacnilk জানিয়েছে যে রবিবার Raid 2-এর সামগ্রিক হিন্দি অকুপেন্সি ছিল ৩০.১৬ শতাংশ। যার মধ্যে হিন্দি ভাষায় সকালের শো দেখেছেন ১২.৩% দর্শক। দুপুরের শো দেখেছেন ৩৩.৪৪% দর্শক, সন্ধ্যের শো দেখেছেন ৪৩.৯০ % দর্শক। রাতের শো দেখেছেন ৩১.২৮ % দর্শক।
রেইড-২ বক্স অফিস
চলুন এক নজরে দেখে নেওয়া যাক মুক্তির পর থেকে Raid 2র প্রতিদিনের বক্স অফিস কালেকশন…।
ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ী…
১ মে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।
২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি টাকা।
৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি টাকা।
৪মে মুক্তি-র চতুর্থ দিন (রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি টাকা।
৫ মে মুক্তি-র পঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি টাকা।
৬ মে মুক্তি-র ষষ্ঠ দিনে (মঙ্গলবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি টাকা।
৭ মে মুক্তি-র সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৭৫ কোটি টাকা।
৮ মে মুক্তি-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.১৫ কোটি টাকা।
৯মে মুক্তি-র নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি টাকা।
১০ মে মুক্তি-র দশম দিনে (দ্বিতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৮.২৫ কোটি টাকা।
১১ মে মুক্তি-র এগারো দিনে (দ্বিতীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ১১.৭৫ কোটি টাকা।
অর্থাৎ তথ্য বলছে দ্বিতীয় সপ্তাহন্তে রাজ কুমার গুপ্তার পরিচালিত অজয় দেবগন ও রীতেশ দেশমুখের এই ছবির আয় অনেকটাই বেড়েছে।
রেইড-২ গল্প ও চরিত্র, পরিচালনা ও প্রযোজনা
একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি ‘রেfড ২’ ছবির চিত্রনাট্য। এটি একটি অত্যন্ত উচ্চপদস্থ ও বিপজ্জনক ৭৫তম ইনকাম ট্যাক্স রেইড-এর উপর ভিত্তি করে তৈরি। ছবিটিতে অজয় দেবগন আবারও একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। রীতেশ দেশমুখ এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।তবে এই চরিত্রে দারণ পারফর্ম করেছেন রীতেশ। অন্যদিকে, বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।
‘রেইড ২’ ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত, যিনি এর আগে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ‘রেইড’ (২০১৮) এর মতো ছবি বানিয়েছিলেন। ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠকের টি-সিরিজ ও প্যানোরামা স্টুডিওস মিলে ছবিটির প্রযোজনা করেছেন।