শনিবার ছিল প্রিয়াঙ্কার ৩৮তম জন্মদিন। বার্থ ডে'র দিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। অনুরাগী, থেকে বলিউড ও হলিউডের সহকর্মীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দেশি গার্লকে। তবে প্রিয়াঙ্কার জন্মদিনের সবচেয়ে স্পেশ্যাল বার্তা এল তাঁর স্বামী নিক জোনাসের তরফে।
এদিন প্রিয়াঙ্কার সঙ্গে নিজের একটি অদেখা ছবি শেয়ার করে নেন নিক,যেখানে দেখা গেল নিকের কোলে বসে আছেন পিগি চপস। ভালোবাসায় ভরপুর এই ছবিতে একে অপরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে দুজনেই। প্রিয়াঙ্কার পরনে একটি হলুদ গাউন, অন্যদিকে ফ্লোরাল প্রিন্টেড শার্টে পাওয়া গেল নিক জোনাসকে। ক্যাপশনে নিক লেখেন,'আজীবন তোমার চোখে এভাবেই হারিয়ে থাকতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে দেখা সবচেয়ে চিন্তাশীল,যত্নশীল এবং অসাধারণ ব্যক্তি তুমি। আমি সত্যি ভাগ্যবান যে আমারা একে অপরকে খুঁজে পেয়েছি। শুভ জন্মদিন সুন্দরী'।
এদিন প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর শ্বশুর কেভিন জোনাসও। তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়াঙ্কা। তুমি আমাদের পরিবারে একরাশ খুশি নিয়ে এসেছো। অনেক ভালোবাসা’। জোনাস পরিবারের ছোট বউ প্রিয়াঙ্কা। এদিন প্রিয়াঙ্কার ভাসুর,নিকের দাদা কেভিন জোনাস ও তাঁর স্ত্রী ড্যানিয়েল্লে জোনাসও প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।


উল্লেখ্য ঠিক দুবছর আগে ২০১৮ সালে প্রিয়াঙ্কার জন্মদিনেই গ্রীসের নিটকবর্তী ছোট্ট দ্বীপ ক্রিটে পৌঁছেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেখানেই পিগি চপসের সামনে মনের কথা খুলে বলেন নিক। নিকের বিয়ের প্রস্তাব মেনে নিয়েছিলেন নায়িকাও। সেখানেই আংটি বদলও সেরে ফেলেন দুজনে। এরপর বিয়ের পর্ব সারতেও বেশি সময় নেননি তাঁরা। ২০১৮ সালের নভেম্বরের শেষ সপ্তাহে যোধপুরের উমেদ ভবনে বসে নিয়াঙ্কার গ্র্যান্ড বিয়ের আসর। ১লা ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন নিয়াঙ্কা। পঞ্জাবি ও ক্যাথলিক দুই রীতি মেনেই বিয়ের পর্ব সারেন এই লাভ বার্ডস। বয়সে প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট নিক। তবে ভালোবাসা থাকলে বয়স কোনও বাধা নয় তা প্রমাণ করে দিয়েছে এই জুটি।
প্রিয়াঙ্কার হাতে রয়েছে এখন একগুচ্ছ প্রোজেক্ট। আমাজনের তিনটি প্রোজেক্টে কাজ করছেন দেশি গার্ল, একটি বিয়ের সঙ্গীত থিমের ডান্স রিয়ালিটি শো, অন্যটি রুশো ব্রাদার্সের সিটাডেল এবং মা আনন্দ শীলার বায়োপিক ‘শীলা’ । এছাড়াও নেটফ্লিক্সের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ এবং রবার্ট রডরিগেজের সুপারহিরো ফিল্ম ‘ইউ ক্যান বি হিরোস’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া। ম্যাট্রিক্স ফোর, কাউবয় নিনজা ভাইকিংয়ের মতো বহুচর্চিত হলিউড প্রোজেক্টও রয়েছে প্রিয়াঙ্কার ঝুলিতে।