বাংলা নিউজ > বায়োস্কোপ > Piya-Anupam: পরমের সঙ্গে সুখী দাম্পত্য! তবুও প্রাক্তন অনুপমের কোন জিনিসে নজর পিয়ার?
একটা সময় টলিউডের অন্যতম আদর্শ ও সুরেলা দম্পতি হিসাবে পরিচিত ছিলেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী । কিন্তু বছর দুয়েক আগে সকলকে অবাক করে ডিভোর্সের ঘোষণা সারেন দুজনে। গত বছর নভেম্বরে পরমে ঘর বেঁধেছেন পিয়া। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। সেই আলোচনা থিতু হতেই তৃতীয় বিয়ে সেরে ফেলেন অনুপম রায়। এই মাসের শুরুতেই গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেছেন তিনি। আরও পড়ুন-অনুপম মজে প্রশ্মিতায়, লাল পলাশের দেশে পরমের প্রেমে রাঙা পিয়া; দিলেন একান্তযাপনের ছবি