বাবার কাছে তার মেয়েরা সবসময় রাজকন্যেই থাকে। তা সে যতই বড় হোক। এমন অনেক আবদার আছে যা মা বা ভাইয়ের কাছে করা যায় না। কথাতেই তো বলে, প্রতিটা মেয়ের জীবনে তাঁর প্রথম হিরো তাঁর বাবা। মেয়েরা স্বামীর মধ্যেও খোঁজে বাবারই প্রতিচ্ছবি। তবে মাথার উপর থেকে যখন এই হাতটা উঠে যায়, তখন জীবনটা অন্ধকার হয়ে ওঠে।
১২ অগস্ট মারা যান অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাবা শশীকান্ত লোখান্ডে। মা, ভাই ও পরিবারকে সঙ্গে নিয়ে বাবার শেষকৃত্যে সামিল হয়েছিলেন অভিনেত্রী রবিবার। শুধু তাই নয়, বাবার মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় কাঁধ দেনও তিনি।
মামার মরদেহ কাঁধে নিয়ে হাঁটার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। আমাদের দেশে মহিলাদের সাধারণত পরলৌকিক কাজ থেকে দূরে রাখারই চল আছে। বিশেষ করে যদি নিজের ভাই বা দাদা থাকে। অনেক সময় মেয়ের বরেরাও এই কাজ করে থাকেন শ্বশুরের শেষ সময়ে। তবে প্রথা ভেঙে বাবার শেষযাত্রার সঙ্গী হতে দেখা গেল অঙ্কিতা লোখান্ডেকে। পাশে পাশেই হাঁটছিলেন স্বামী ভিকি জৈন। আরও পড়ুন: ‘সবার সত্যটা আলাদা!’, অনির্বাণের ব্যোমকেশের টিজার প্রকাশ্যে, কতটা টক্কর দেবকে?
সদ্য ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন অঙ্কিতা। তারই মাঝে ঘটে গেল এমন কাণ্ড। জানা যাচ্ছে, শনিবার সকাল ১১টা নাগাদ শেষ নিশ্বাস ফেলেন শশীকান্ত লোখান্ডে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে পেশায় ব্যাঙ্কার ছিলেন বলেই জানা যায়। মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র ৬৮ বছর। গত ২ বছর ঘরেই নাকি ছিলেন অসুস্থ।