করোনা আবহে একাধিক সদস্যকে হারিয়েছে বলিউড। এই কঠিন সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহু মিথ্যা রটনাও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বলিউড পরিবারের বহু সদস্যের মৃত্যুর গুজব নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। কিরণ খের, লাকি আলি, মুকেশ খান্নাদের পর এই তালিকায় জুড়ে গেল পরেশ রাওয়ালের নামেও!শুক্রবার সকালে আচমকাই পরেশ রাওয়ালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ৬৫ বছর বয়সী এই অভিনেতা জানান একদম সুস্থ আছেন তিনি, পাশাপাশি গুজব নিয়ে দারুণ রসিকতাও করেন পরেশ রাওয়াল। নিজের মৃত্যুর ভুয়ো খবরের একটি স্ক্রিনশট শেয়ার করে পরেশ রাওয়াল ফেসবুকে লেখেন, ‘৭টা বেজে যাওয়ার পরও ঘুমচ্ছিলাম, ভুল বোঝাবুঝির জন্য অত্যন্ত দুঃখিত। ’ জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের জন্ম ১৯৫৫ সালের ৩০ মে। ১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় সফর শুরু, দীর্ঘ ৩৭ বছরের কেরিয়ারে দেড়শো-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। সব ধরণের চরিত্রেই সাবলীল বলিউডের অন্যতম ভার্সাটাইল এই অভিনেতা। উল্লেখ্য, টিকার দুটি ডোজ নিয়েও মার্চ মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন পরেশ রাওয়াল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের জন্ম ১৯৫৫ সালের ৩০ মে। ১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় সফর শুরু, দীর্ঘ ৩৭ বছরের কেরিয়ারে দেড়শো-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। সব ধরণের চরিত্রেই সাবলীল বলিউডের অন্যতম ভার্সাটাইল এই অভিনেতা। উল্লেখ্য, টিকার দুটি ডোজ নিয়েও মার্চ মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন পরেশ রাওয়াল। এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। |#+|