প্যারাসাইট খ্যাত অভিনেতা লি সুনকিউকে মৃত অবস্থায় উদ্ধার করা হল গাড়ি থেকে। বুধবার, ২৭ ডিসেম্বর তাঁকে সিওল শহরের এই গাড়ি থেকে উদ্ধার করা হয়। অস্কারজয়ী ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি।
প্রয়াত প্যারাসাইট ছবির লি সুনকিউ
রয়টার্সের তরফে জানানো হয়েছে প্যারাসাইট খ্যাত অভিনেতা লি সুনকিউকে একটি পার্কের মধ্যে রাখা গাড়ির মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তারপর জানা যায় তিনি মৃত।
আরও পড়ুন: ঠাকুমার বায়োপিকে নাতনি! সারা ছাড়া নিজের চরিত্রের জন্য অপশন হিসেবে আর কার নাম বললেন শর্মিলা?
আরও পড়ুন: সুযোগ পেয়েও ফিরিয়েছিলেন রং দে বসন্তীর অফার, পরিচালকের বিরুদ্ধে তোপ দেগে কী বললেন অভিষেক?
অস্কারজয়ী প্যারাসাইট ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও বর্তমানে বিগত কয়েক মাস ধরেই তিনি সেদেশে চর্চায় উঠে এসেছিলেন অন্য একটি করণের জন্য। বেআইনি মাদক মামলায় নাম জড়িয়েছিল তাঁর। সেটারই তদন্ত চলছিল বর্তমানে। এর মধ্যেই তাঁকে বুধবার অর্থাৎ ২৭ ডিসেম্বর একটি গাড়ির মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এমনটাই সেদেশের ইয়োনহাপ নিউজ এজেন্সির তরফে জানানো হয়েছে। এরপর তাঁর স্ত্রী পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কারণ অভিনেতার কাছ থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে যা দেখে সেটিকে একটি সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। ইয়োনহাপ এজেন্সির তরফে জানানো হয়েছে লির স্ত্রী জানিয়েছেন যে অভিনেতা যখন বাড়ি থেকে বেরিয়ে যান তারপর তিনি এই নোটটি পান।