যেখানেই যান পাপারাৎজি ধাওয়া করে, এ আর নতুন কথা কী! পপারাৎজির ক্যামেরা থেকে নিজেদের এবং ব্যক্তিগত জীবনকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন সেলেবরাও। সম্প্রতি মণীশ মালহোত্রার ফ্যাশান শোয়ে পাপারাৎজির উপর বেজায় চটলেন দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিপ্পির মেজাজ হারানোর ভিডিয়ো।
ঠিক কী ঘটেছে?
কিছুদিন আগে মণীশ মালহোত্রার ফ্যাশান শোয়ে হাজির ছিল দীপিকা পাডুকোন। সাদা রঙের শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। শোয়ের শেষে শাশুড়িমা (রণবীরের মা) অঞ্জু ভবনানীর সঙ্গে মঞ্চের পিছনে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন। সেখানেই ঢুকে পড়ে পাপারাৎজির ক্যামেরা। আর তাতেই বেজায় চটে যান দীপিকা। ‘এটা কিন্তু ব্যাকস্টেজ, এখানে কিন্তু ক্যামেরা ঢোকার অনুমতি নেই।’ নিরাপত্তারক্ষীকেও দিপ্পির সুরে সুর মিলিয়ে বলতে শোনা গেল, ‘সহযোগিতা করুন, ব্যাকস্টেজে কেন ঢুকছেন!’ তারপর অবশ্য পাপারাৎজিতে ঘটনাস্থল ছেড়ে বের হয়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন-Sushmita Sen: খারাপ প্রভাব পড়বে, ওঁকে বাচ্চাদের কাছে নিয়ে যাবেন না, এমনও শুনেছি: সুস্মিতা
আরও পড়ুন-Amitabh-Shahrukh-Gauri: কথা রাখেননি শাহরুখ, অনুরোধ সত্ত্বেও আসেননি গৌরী: অমিতাভ বচ্চন
আরও পড়ুন-Gadar 2-Ameesha: 'আমি যদি ছবির এডিটর হতাম, তাহলে…', Gadar 2র বিরুদ্ধে মুখ খুললেন আমিশা