দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। অন্তঃসত্ত্বাকালীন পরিস্থিতির এক্কেবারে শেষ পর্যায়ে রয়েছেন তিনি। সন্তান আসতে মানসীর হাতে আর মাত্র ২০দিন বাকি। এদিকে চিকিৎসকরা মানসীকে বলেছেন বেড রেস্টের জন্য, কারণ তাঁর হাই রিস্ক প্রেগন্যান্সি। তারপরেও এটা কী করে বসলেন অভিনেত্রী?
মানসীর কাণ্ডকারখানা নিম ফুলের মধুর সেট থেকে ভিডিয়ো আকারে পোস্ট করেছেন সৃজন-পর্ণার জ্যোঠিমা ওরফে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছুটিতে থাকা সত্ত্বেও হঠাৎই নিমফুলের মধুর সেটে হাজির হয়ে গিয়েছেন সিরিয়ালের 'মৌমিতা' ওরফে মানসী সেনগুপ্ত। তাঁর পরনে কালো রঙের সিল্কের শাড়ি, গলায় পান্নার হার, মাথার খোঁপায় গোলাপ লাগানো, মুখেও মেকআপ রয়েছে। তাঁর পোশাক দেখলেই বোঝা যায় তিনি পরিচালক জিৎ চক্রবর্তীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে কিংবা পরে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। আর তখনই আড্ডা দেওয়ার সময় ভিডিয়োটি করা হয়েছে।
তনুশ্রী, মানসীকে দেখেই বলেন, ‘তোর আর ১মাস ডেলিভারি বাকি, আমাদের মেকআপ রুমে কী করছিল?’ তৎক্ষণাৎ মানসী বলে ওঠেন, ‘আরে, আমাদের মানেটা কী, এটা তো আমারও। আর ১ মাস নয় আমার ডেলিভারির ২০দিন বাকি।’ মানসী এরপরই বলেন, ‘আরে আমি তো নরম্যাল আছি, কী করব, বাড়িতে বিছানায় শুয়ে থাকব!’ তনুশ্রী ফের বলেন, ‘মানসী এবার একটু রেস্টা না, বাড়িতে থাকো।’ কথা শেষ হওয়ার আগেই ফের মানসী বলে, ‘আমি বলছি, রেস্ট নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে হচ্ছে না। ডাক্তারও বেড রেস্ট বলেছেন, কারণ হাই রিস্ক প্রেগন্য়ান্সি। তবে রিস্ক কিছু না, আমার তেমন কোনও সমস্যাও হচ্ছে না তবে আগের বেবি আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তাই ডাক্তাররা আমাকে এই সময়টা বেডরেস্টে থাকতে বলেছেন।’
তনুশ্রী তখন প্রশ্ন করেন, ‘এই অবস্থায় তাহলে বাড়িতে কীভাবে কাটে?’ মানসী উত্তরে জানান, ‘সকাল বেলা ঘুম থেকে উঠি, ছুতো খুঁজি কীভাবে বাড়ি থেকে বের হব। গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আরে ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট না থাকলেও জোর করে নি, তাহলে তো বাড়ি থেকে বের হতে পারব।’
মানসীর উত্তরে হেসে ফেলেন তনুশ্রী, বলেন, ‘চিন্তার করো…। তাহলে যে লোকে বলে, এই সময় ডিপ্রেশন আস, টেনশন হয়।’ মানসী বলেন, ‘আরে না না আলাদা করে বুঝতে পারি না। ওগুলো তো সারা বছর থাকে…।’ এমন কথায় তখন সকলেই সজোরে হেসে ফেলেন। মানসী বলেন, তাঁর আগে বরং বেশি 'মুড সুইং' হত, এখন সেটা বন্ধ হয়েছে। ব্রণ নেই, যেটা আমার ভীষণ হত। এরপর ক্যামেরা নিজের দিতে নিয়ে তনুশ্রী বলেন, ‘এটা আমাকে জিগ্গেস করুন। কারণ মানসীর মুৃড সুইং আমি আর অরিজিতা দিনের পর পর দিন, মাসের পর মাস ঝেলেছি।’
মানসী বলেন, ‘এটা আসলে খুব সাধারণ বিষয়। যুগ যুগ ধরে মহিলারা মা হচ্ছেন। তবে হ্যাঁ, প্রেগন্যান্সি পিরিয়ডে সাবধানতা অবলম্বন করতেই হবে। আমি যদি এখন নাচতে শুরু করি, সেটা তো করা যাবে না। তবে সাবধানতা অবলম্বন করে সব কাজই করা যায়। নিজেকে ভালো রাখাও যায়। ’