টলিউডের অন্যতম পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে তাঁরা একে অন্যের সঙ্গে আছেন, চুটিয়ে প্রেম করছেন। একসঙ্গে থাকেনও তাঁরা। কিন্তু সামাজিক বিয়ে বা রেজিস্ট্রি কোনটা হয়নি। সম্প্রতি বিয়ে নিয়ে কী জানালেন এই তারকা জুটি?
আরও পড়ুন: সম্মতি ছাড়াই অনস্ক্রিন রেখাকে জাপটে ধরে চুমু বিশ্বজিতের! তারপরই....
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী ঘটেছে?
ঐন্দ্রিলা এবং অঙ্কুশ জানিয়েছেন তাঁদের দুই তরফের বাড়ির লোকজন প্রস্তুত তাঁদের বিয়ের জন্য। এমনকি প্রেমিকাকে রেজিস্ট্রি ম্যারেজের প্রস্তাব দেন অভিনেতা। কিন্তু তাতে রাজি হননি ঐন্দ্রিলা। এদিন টিভি ৯ বাংলাকে ঐন্দ্রিলা জানান, 'রেজিস্ট্রি ম্যারেজ করে নেওয়ার কথা বলেছিল অঙ্কুশ। কিন্তু রাজি হইনি আমি। পরিবারের সবাইকে নিয়ে রেজিস্ট্রি করলেও আমি চাই সবাইকে ডেকে খাওয়াতে। তাই খাওয়া দাওয়া করতে হবে সবাইকে ডেকে। ওটা না হলে আমি রাজি নই।'
অন্যদিকে অঙ্কুশ জানান তাঁর পাখির চোখ এখন মির্জা ২। অভিনেতার কথায়, 'আগে মির্জা ২ হবে। বিয়ে করার যে খরচ সেটা মির্জা ২ তে বিনিয়োগ করতে পারি। এখন এভাবে প্রযোজক হিসেবে ভাবি। বিয়েতে বিনিয়োগ করলে তো কোনও রিটার্ন পাবো না।' কেবল সেটা নয়, মির্জা ২ করে যে টাকা তিনি পাবেন সেটা তিনি আবার মির্জা ৩ তে বিনিয়োগ করতে চান বলেই জানান। ফলে তিনি মশকরা করে এদিন জানান বিয়ে আবারও পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে।
প্রসঙ্গত অঙ্কুশ হাজরাকে সম্প্রতি কিলবিল সোসাইটিতে একটি ক্যামিও দৃশ্যে দেখা গিয়েছে। আগামীতে তাঁকে উইন্ডোজ প্রোডাকশন হাউজের রক্তবীজ ২ ছবিতে দেখা যাবে। সেখানে তিনি খলনায়কের ভূমিকায় ধরা দেবেন। পুজোর সময় মুক্তি পাবে এই ছবিটি। তাঁর বিপরীতে থাকবেন কৌশানি মুখোপাধ্যায়। এছাড়া জুন মাসে আসছে তাঁর চন্দ্রবিন্দু। নারী চরিত্র বেজায় জটিল ছবিটিও আছে মুক্তির অপেক্ষায়।
আরও পড়ুন: রেইড ২ যেন অশ্বমেধের ঘোড়া! ১৫০ কোটির দোরগোড়ায় অজয়ের ছবি, ১৭ তম দিনের আয় কত?