
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কাজল আর অজয় দেবগনের মেয়ে নাইসাকে দেখা মিলল একটি প্রাইভেট পার্টিতে। আর সেখানকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চোখ ছানাবড়া সক্কলের। ইনস্টায় নাইসার ফ্যানক্লাব থেকে শেয়ার করা হয়েছে ছবিখানা। মনে করা হচ্ছে নাইসার ১৯ বছরের জন্মদিনের ভিতরের ছবি এটা, যা ছিল বুধবার।
কালো টপ আর কালো প্যান্টে দেখা গেল নাইসাকে। হাতে একটি পানীয়ের গ্লাস নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। পাশেও নাইসার পাশে রয়েছেন এক বান্ধবী কালো পোশাকে। দু'জনের ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন।
নাইসার ভক্তরা কমেন্ট সেকশনে ভরে ভরে প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘এই তো মা-র মতো দেখতে লাগছে’। আরেকজন লিখেছেন, ‘খুব কিউট দেখতে মেয়েটা। কী ভালো লাগে দেখতে।’ ‘নাইসা তোমাকে সবসময় খুব সুন্দর লাগে’, লিখে গিয়েছেন আরেকজন। আরও পড়ুন: মেয়ে নাইসার বলিউড এন্ট্রি নিয়ে প্রথম মুখ খুললেন অজয়, ‘বাচ্চাদের মতিগতি…’
আপাতত সুইটজারল্যান্টে ‘ইনটারন্যাশনাল হসপিটালিটি’ নিয়ে পড়াশোনা করছেন নাইসা। জন্মদিনে অজয় আর কাজল দু'জনেই উষ্ণ শুভেচ্ছা পাঠিয়েছিলেন মেয়েকে সোশ্যাল মিডিয়ায়। কাজল লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে বেবি। আশা করি তোমার হাসি এই পৃথিবীটাকে হাসিতে ভরিয়ে রাখবে যেমন আমাকে রাখে।’ অজয় লিখেছিলেন, ‘হাই ডটার! তুমি আমার জন্য খুব বিশেষ। আজ, কাল, সারা জীবন। হ্যাপি বার্থ ডে নাইসা। তুমি আমার জীবনের বড় পাওনা।’
১৯৯৯ সালে বিয়ে করেন কাজল আর অজয়। ২০০৩ সালে তাঁদের কোল আলো করে আসে নাইসা দেবগন। ২০১০ সালে জন্ম হয় ছেলে যুগের। মাঝে দেশে থাকাকালীন মণীশ মলহোত্রার পোশাকে ল্যাকমে ফ্যাশন উইকে হেঁটেছিলেন তিনি। তখনও খুব করে তারিফ হয়েছিল তাঁর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports