ইফতার পার্টিতে যোগ দেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। নুসরত ছাড়াও সেই ইফতার পার্টিতে যোগ দিতে দেখা গেল সায়নী ঘোষ, অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে সহ আরও অনেককেই। ইফতার পার্টিতে যোগ দিতে নুসরত পরেছিলেন সবুজ রঙের গর্জার একটি সালোয়ার কামিজ।
ইফতার পার্টিতে নুসরত, পূজা, সায়নী
সামনেই ইদ। এখন চলছে রমজান মাস। সারাদিনের রোজা শেষে ইফতারের খাওয়া দাওয়া করেন বহু ইসলাম ধর্মাবলম্বী। এই সময়ে অনেককেই ইফতার পার্টিও রাখতে দেখা যায়। তাতে ধর্মবর্ণ নির্বিশেষে যোগ দেন অনেকেই। প্রত্যেকবারই পরিবারের সঙ্গে ইফতারে অংশ নিতে দেখা যায় সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে। এবারেও তার অন্যথা হয়নি।
শনিবার ইফতার পার্টি রেখেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। সেই পার্টিতে যোগ দেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। নুসরত ছাড়াও সেই ইফতার পার্টিতে যোগ দিতে দেখা গেল সায়নী ঘোষ, অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে সহ আরও অনেককেই। ছিলেন মালা রায়, সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ইফতার পার্টিতে যোগ দিতে নুসরত পরেছিলেন সবুজ রঙের গর্জার একটি সালোয়ার কামিজ, সায়নী ঘোষকে ছিমছাম শার্ট, পূজা বন্দ্যোপাধ্যায়কে গোলাপি সালোয়ার কামিজে দেখা গেল।