বাংলা নিউজ > বায়োস্কোপ > Nishi Raat Banka Chand-Little Miss Rawther: দক্ষিণী ছবিতে নিশিরাত বাঁকা চাঁদ, জিয়ানস্টাল হতে বাধ্য
পরবর্তী খবর
Nishi Raat Banka Chand-Little Miss Rawther: দক্ষিণী ছবিতে নিশিরাত বাঁকা চাঁদ, জিয়ানস্টাল হতে বাধ্য
1 মিনিটে পড়ুন Updated: 05 Oct 2023, 02:10 PM ISTSubhasmita Kanji
Nishi Raat Banka Chand-Little Miss Rawther: পৃথিবী আমারে চায় ছবির কালজয়ী গান নিশি রাত বাঁকা চাঁদ গানটি লিটিল মিস রথার ছবিতে ব্যবহৃত হল। জনপ্রিয় বাংলা গানটির এই ভার্সন মুক্তি পাওয়ার পরই মন কেড়েছে সবার।
দক্ষিণী ছবিতে নিশিরাত বাঁকা চাঁদ
লিটিল মিস রাউথার ছবির নির্মাতারা নিশি রাত বাঁকা চাঁদ গানটি কভার ভার্সন রিলিজ করল। পৃথিবী আমারে চায় ছবিটির এই জনপ্রিয় গানটির নতুন ভার্সন মুক্তি পেতেই সকলকে মুগ্ধ করেছে, এখানে পুরনো টাচ রেখেই আলাদা মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে গানটিকে। সদ্য রিলিজ হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে গৌরী কিষাণকে। অতীতের সেই নস্টালজিয়া মাখা রোম্যান্টিক দৃশ্যের মতো এখানেও প্রেমের, খুনসুটির টুকরো টুকরো ছবি ফুটে উঠেছে। গোটা ভিডিয়ো দেখে বা স্রেফ চোখ বুজে গানটি শুনলে আপনি নস্টালজিয়ায় ভাসতে বাধ্য।
১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল পৃথিবী আমারে চায় ছবিটি। নীরেন লাহিড়ি পরিচালিত এই ছবিতে উত্তম কুমারের বিপরীতে মালা সিনহাকে দেখা গিয়েছিল। তাঁদের সঙ্গে ছিলেন গঙ্গাপদ বসু, ছবি বিশ্বাস, বুলারানি, অসিত বরণ, প্রমুখের মতো অভিনেতারা। প্রণব রায়ের লেখা এই গানটির মিউজিক কম্পোজ করেছিলেন বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষ। গেয়েছিলেন গীতা দত্ত। এ হেন কালজয়ী গানটির একাধিক কভার মুক্তি পেয়েছে নানা সময়। এবার সেটি এই মালায়লি ছবিতে ব্যবহৃত হল।
গানটির নতুন ভার্সনে গলা দিয়েছেন অবনী মালহার, কম্পোজ এবং রিঅ্যারেঞ্জ করেছেন গোবিন্দ বসন্ত। আর ভিডিয়োতে দেখা গিয়েছে গৌরী কিষাণকে। জনপ্রিয় গানটিতে তাঁরা যেন দুজন মিলে নবপ্রাণ এনে দিয়েছেন।