২০২৪-টা একের পর এক বিচ্ছেদের মধ্যে দিয়ে কেটেছে নীলাঞ্জনার। স্বামী যিশুর সঙ্গে বিচ্ছেদ, মা অঞ্জনা ভৌমিকের মৃত্যু, একের পর এক ধাক্কায় ভেঙে পড়েছিলেন তিনি। তবে কঠিন সময় তাঁর পাশে ছিল দুই মেয়ে সারা, জারা ও বোন চন্দনা। তবে এখন পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছেন নীলাঞ্জনা।
তবে মা-কে হারানোর কষ্ট কি আর ভোলা যায়! ১৭ ফেব্রিয়ারি সোমবার অঞ্চনা ভৌমিকের মৃত্যু বার্ষিকীতে আরও একবার স্মৃতিমেদুর হয়ে উঠলেন নীলাঞ্জনা। মা অঞ্জনা ভৌমিককে জড়িয়ে ধরার পুরনো এক আবেগঘন একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে অঞ্জনা ভৌমিকের গালে চুমু এঁকে দিতে দেখা যাচ্ছে তাঁকে। ছবিতে মেটে রঙের সালোয়ার কামিজে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে। তাঁর কপালে একটা বড় টিপ। হাসিমুখে ধরা দিয়েছেন তিনি। আর নীলাঞ্জনা নীল রঙের টপ পরে দেখা যাচ্ছে।
ছবিটি পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন, ‘১৭.২.২০২৪ (মৃত্যুদিন), আর আজ এক বছর হল।’ ফের লেখেন, ‘তেরে হোতে কিসকা ডর...,তু দুয়াওঁ কা হ্যায় ঘর...,মেরি মা...,পেয়ারি মা…’।