হৃতিক রোশন, বলিউড সুপারস্টার। নতুন শতাব্দীর শুরুতেই ইতিহাস লিখেছিলেন রাকেশ রোশন পুত্র। এরপর গত ২৫ বছর ধরে রোশন পরিবারের ঐতিহ্যকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন হৃতিক। যদিও ঠাকুর্দার মতো গান নয়, বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়েই নিজের জাত চিনিয়েছেন হৃতিক।
রোশন পরিবারের তৃতীয় প্রজন্ম তিনি। নেটফ্লিক্সে এবার রোশন পরিবারকে নিয়ে তৈরি হয়েছে চার পর্বের ডকু সিরিজ ‘দ্য রোশনস’। তার ট্রেলার মুক্তি পেল বৃহস্পতিবার। রোশন লাল, রাজেশ রোশন, রাকেশ রোশন এবং হৃতিক রোশনের ফিল্মি কেরিয়ার ঘিরেই এই ডকু-সিরিজ। আরও পড়ুন-হৃতিকের পরিবারের অন্দরের কথা এবার ওয়েব মাধ্যমে! আসছে দ্য রোশনস, দেখা যাবে কোথায়?
রোশনদের ট্রেলার
ট্রেলারের শুরুতে হৃতিক ব্যাখ্যা করেছেন কীভাবে তাঁর ঠাকুর্দা রোশন লাল নাগরথের কারণে তাদের পরিবারের পদবি নাগরাথ থেকে বদলে রোশন হয়ে গিয়েছে। আশা ভোঁসলে জানান, একই পরিবারে চারজন শিল্পীর দেখা মেলাটা সত্যি বিরল। অনিল কাপুর, সোনু নিগম, সঞ্জয় লীলা বানসালি, ভিকি কৌশল, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা রোশন পরিবারের সঙ্গে নিজেদের কানেকশনের কথা তুলে ধরেছেন এই ডকু-সিরিজে।
শাহরুখ খান, দুই ভাই রাজেশ এবং রাকেশকে বাস্তব জীবনের করণ অর্জুন বলে বাখ্যা করেছেন। ওদিকে রাজেশ রোশন জানান, কীভাবে অভিনেতা হিসাব শতচেষ্টার পরেও সাফল্য তাঁর হাতে আসেনি। তাই বাধ্য হয়ে পরিচালনায় হাত পাকান তিনি। এবং ঠিক করে নিয়েছিলেন, পরিচালক রাজেশ রোশন কোনওদিন অভিনেতা রাজেশ রোশনকে কাস্ট করবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, করণ-অর্জুনের চিত্রনাট্যে বিন্দুমাত্র ভরসা ছিল না শাহরুখের।