বলিউডে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহের ছোট ছেলে ভিভান শাহ করোনার কবলে। মঙ্গলবার দুপুরে ‘হ্যাপি নিউ ইয়ার’ খ্যাত অভিনেতা ভিভানের করোনার রিপোর্ট পজেটিভ আসে। বেশ কয়েকদিন ধরে মীরা নায়ারের পরিচালিত 'আ সুইটেবল বয়'-এর প্রমোশনে ব্যস্ত ছিলেন ভিভান। সিনেমার প্রমোশনের মাঝেই টাইমস অফ ইন্ডিয়াকে ভিভান জানান, তাঁর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁর শরীর ভাল নেই বলেও জানান নাসিরুদ্দিন পুত্র। যদিও ভিভানের পাশাপাশি শাহ পরিবারের অন্য কেউ অসুস্থ কি না, তা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।সাত খুন মাফ, হ্যাপি নিউ ইয়ার-এর মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে ভিভান শাহকে। করোনা পর্বে একাধিক তারকা অতিমারীর কবলে পড়েছেন।সংগীত তারকা কনিকা কাপুরের করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে শুরু হয়েছিল এই তালিকা, যা ক্রমেই দীর্ঘ হয়েছে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, পর তালিকায় নতুন সংযোজন ভিভান শাহ। যদিও করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর প্রত্যেকে সুস্থ আছেন এবং কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে।