
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিপাড়ার গ্ল্যামার গার্ল মনামী ঘোষ সকাল সকাল দিলেন খারাপ খবর। জাপানে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেকার নানা ভিডিয়ো ও ছবি তিনি শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়। পাশাপাশি সামনেই মুক্তি পেতে চলেছে নায়িকার নতুন ছবি 'পদাতিক'। তার প্রচারেও ব্যস্ত তিনি। কিন্তু এর মাঝেই হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা নিজের ছবি শেয়ার করেন মনামী।
অভিনয় পাশাপাশি নিজের প্রোডাকশন হাউসের কাজ সবটা নিয়ে ব্যস্ত নায়িকা, কয়েকটা দিন নিজের জন্য সময় বের করে পাড়ি দিয়েছিলেন জাপানে। সেখান থেকে নানা সময় তিনি নিজের আপডেট দিতে থেকেছেন। নিজের ছবি পোস্টের পাশাপাশি, সেখানকার নানা ছবি শেয়ার করেছেন নায়িকা। কিয়োটোতে থাকাকালীন তোলা তাঁর কতগুলো ছবি অভিনেতা আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করে জানান, তাঁকে জাপানে একটি দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল। সেই ছবি গুলিতে তাঁর হাতে ও পায়ে বেশ কিছু জায়গায় ক্ষতচিহ্নও চোখে পড়েছে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, 'আমি এই পোস্টটি শেয়ার করছি কারণ এরপর থেকে কয়েকদিন যে পোস্টগুলি আমি শেয়ার করব, সেখানে আপনারা আমার কিছু ছবিতে কয়েকটা জায়গায় কাটা দাগ দেখতে পাবেন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করছেন আমার কী হয়েছে? আসলে কিয়োটোতে আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল। কিন্তু তাতেও আমার ঘুরে বেড়ানো থামেনি। তবে চিন্তার কিছু নেই, আমি এখন পুরোপুরি ঠিক আছি।'
আরও পড়ুন: 'পদাতিক' মুক্তির আগেই সুখবর দিলেন সৃজিত! ছবির মুকুটে লাগল কোন পালক?
পাশাপাশি নায়িকা প্রথম, চতুর্থ এবং পঞ্চম ছবিটির কথা উল্লেখ করে জানান, এই ছবিগুলি তিনি তাঁর মাকে পাঠানোর জন্য তুলেছিলেন। মাকে পাঠিয়ে মনামী জানিয়েছিলেন তিনি ভালো আছেন।
প্রসঙ্গত, মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে সৃজিত মুখোপাধ্যায় তাঁর এই ছবির মাধ্যমে পরিচালককে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছেন। এই ছবিতে মৃণাল সেন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আর তাঁর বিপরীতে গীতা সেনের ভূমিকায় থাকবেন মনামী ঘোষ। ছবিটির টিজারটি ১৪ মে প্রকাশ্যে এসেছে। ছবিতে সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জিতু কমল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম গান 'তু জিন্দা হ্যায়'। 'পদাতিক' 'নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (NYIFF) সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতে নিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports