বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty-Kabuliwala: 'মাল্টিপ্লেক্স আসার পর আর স্টার তৈরি হয়নি', কাবুলিওয়ালা মুক্তির আগে বিস্ফোরক মিঠুন
পরবর্তী খবর
Mithun Chakraborty-Kabuliwala: 'মাল্টিপ্লেক্স আসার পর আর স্টার তৈরি হয়নি', কাবুলিওয়ালা মুক্তির আগে বিস্ফোরক মিঠুন
1 মিনিটে পড়ুন Updated: 07 Dec 2023, 11:03 AM ISTSubhasmita Kanji
Mithun Chakraborty-Kabuliwala: এক বছর পর ফের বড় পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। এই শীতেই মুক্তি পেতে চলেছে তাঁর কাবুলিওয়ালা। নাম ভূমিকাতেই দেখা যাবে অভিনেতাকে।
রহমত হতে সিনেমা বা বই নয়, কার সাহায্য নিয়েছিলেন মিঠুন?
এবারের শীতের ছুটি একেবারে জমজমাট! একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে বড়দিনে। আর এই ছবির তালিকায় আছে কাবুলিওয়ালারও নাম। হ্যাঁ, বহু বছর পর নস্টালজিয়া উসকে রবি ঠাকুরের কাবুলিওয়ালা নতুন ভাবে আসছে বড় পর্দায়। নাম ভূমিকায় মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যা দর্শকদের বিশেষ ভাবে নজর কেড়েছে। তার আগে ছবি নিয়ে কী জানালেন অভিনেতা?
কাবুলিওয়ালা প্রসঙ্গে মিঠুন
এর আগে কাবুলিওয়ালা, বলা ভালো রহমতের চরিত্রে অভিনয় করেছেন একাধিক তাবড় তাবড় অভিনেতা। ছবি বিশ্বাস, বলরাজ সাহানি প্রমুখকে দেখা গিয়েছে এই কাল্ট চরিত্রে। এবার সেই একই রূপে ধরা দেবেন মিঠুন, প্রাথমিক ভাবে বিষয়টায় কেমন লেগেছিল? উত্তরে অভিনেতা আনন্দবাজার দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'যখন অফারটা পেয়েছিলাম তখন প্রথমেই না করে দিয়েছিলাম। ছবি বিশ্বাস, বলরাজ সাহানি যে চরিত্র করে গিয়েছেন সেটাকে সুবিচার দেওয়াটা চাপ। কিন্তু সুমন (পরিচালক সুমন ঘোষ) নাছোড় ছিল। পরে প্রযোজককে (শ্রীকান্ত মোহতা) ছবির কয়েকটি সংলাপ শুনিয়ে তাঁর কেমন লাগছে জেনে সম্মতি দিই, ওঁরা বলেছিলেন এভাবেই বলো তাহলেই হবে।'
রহমত হয়ে ওঠার জন্য কোনও বই বা ছবির সাহায্য নেননি মিঠুন। তাহলে কাকে দেখে নিজেকে প্রস্তুত করেছিলেন রহমতের চরিত্রের জন্য? এই বিষয়ে তিনি জানান, 'আমার এক আফগান বন্ধু ছিল। ও পেশায় রাঁধুনি ছিল। আমার জন্য নানা খাবার বানিয়ে আনত। ও যেভাবে হাঁপিয়ে কথা বলব, হাঁটত সেসব শরীরী ভাষা নকল করার চেষ্টা করেছি। ওর সঙ্গে আর যোগাযোগ নেই, তাই এটা ওর প্রতি ট্রিবিউট আমার।'
মিনি ওরফে অনামেঘাকে নিয়ে কী বললেন মিঠুন?
কাবুলিওয়ালা মানেই রহমত আর মিনি। এই ছবির মিনির প্রসঙ্গেও তাই এদিন কথা বলেন মিঠুন। জানান অনুমেঘার অভিনয় তাঁরা মুগ্ধ হয়ে দেখতেন। এমনকি তাঁর এবং ছোট্ট মিনির নাকি সহজেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাই এই ছবি নিয়ে আশাবাদী মিঠুন। তাঁর কথায়, 'মূল গল্পের নির্যাসটাকে অনুসরণ করেছি আমরা। তাই আশা করছি দর্শকদের বিশেষ অভিযোগ থাকবে না।'
তবে কেবল কাবুলিওয়ালা বা নিজের কেরিয়ার নয়, মিঠুন চক্রবর্তীর গলায় এদিন টলিউড নিয়েও একাধিক কথা শোনা যায়। তাঁর মতে, 'এখানে আসলে কাজের জায়গাটা ছোট। একটা ছবির শুটিং ১০-১২ দিনে হয়ে যায়। তাই ব্যবসাও কম। আর তাছাড়া মাল্টিপ্লেক্স যবে থেকে এসেছে তবে থেকে আর স্টার তৈরি হয় না। খেয়াল করে দেখুন হিন্দি বাংলা সবেতেই শেষ স্টাররা কিন্তু সিঙ্গল স্ক্রিনেরই।'