Mithun's Daughter Dishani Chakraborty: আঁস্তাকুড় থেকে কুড়িয়ে পাওয়া রাজকন্যেকে ঘিরেই মিঠুনের গোটা জগত। ডান্স বাংলা ডান্সের মঞ্চে মেয়ের কথা বলতে গিয়ে চোখে জল গ্র্যান্ড মাস্টারের।
মিঠুনের স্বীকারোক্তি
তিন ছেলেকে নিয়ে ভরা সংসার ছিল মিঠুন-যোগিতার। তবুও মেয়ের অভাব সারাক্ষণ তাড়া করত। আর ভগবানের আর্শীবাদেই মিঠুনের ঘরে আসে ফুটফুটে রাজকন্যা। অনেকেই জানেন না মিঠুনের মেয়ে দিশানী চক্রবর্তী (Dishani Chakraborty) আসলে তাঁর দত্তক কন্যা। শোনা যায়, আস্তাকুঁড় থেকে ফুটফুটে মেয়েকে কুড়িয়ে পেয়েছিলেন মিঠুন, পরে আইনত সেই মেয়েকে দত্তক নেন অভিনেতা ও তাঁর স্ত্রী যোগিতা বালি। আরও পড়ুন-জন্মদিনে দিব্যজ্যোতিকে শুভেচ্ছা স্বস্তিকার! ঝামেলা মিটল ‘অনুরাগের ছোঁয়া’ জুটির?