সামনে এল মীরা নায়ারের বহু প্রতিক্ষীত আ স্যুটেবল বয়-এর প্রথম লুক। ইনস্টাগ্রামে এই লুকটি প্রকাশ করেছেন সিরিজের নায়ক ঈশান খট্টর।ঈশান ও তাব্বুর কেমিস্ট্রি যে এই টিভি সিরিজের মূল আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়। এখানে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাচ্ছে ঈশানকে।এই টিভি সিরিজে এক দুঁদে রাজনীতিবিদের ছেলের ভূমিকায় দেখা যাবে ঈশানকে। বাবার কথা না শোনা বিদ্রোহী চরিত্র পর্দায় কেমন ভাবে ফুটিয়ে তোলেন ঈশান, সেটাই দেখার। তিনি প্রেমে পড়েন তাব্বুর চরিত্রের সঙ্গে। ঈশানের বাবার চরিত্রে অভিনয় করবেন টিভির জনপ্রিয় মুখ রাম কাপুর। শাহিদ কাপুরের ভাই এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই করণ জোহর, মিরা রাজপুত, আয়ুস্মান খুরানা সহ অনেকে ফার্স্ট লুকের প্রশংসা করেছেন। বিক্রম শেঠের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে ছয় পর্যায়ের টিভি সিরিজে নিয়ে আসছে বিবিসি ওয়ান। নির্দেশনায় মনসুন ওয়েডিং খ্যাত মীরা নায়ার। চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু ডেভিস। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রসিকা দুগল, সাহানা গোস্বামী, নমিত দাস প্রভৃতি। তাঁর উপন্যাস কী ভাবে সেলুলয়ডে ফুটে ওঠে, সেটি দেখার জন্য যে তিনি মুখিয়ে আছেন, সেটি আগেই বলেছিলেন বিক্রম শেঠ। তিনি যে প্রাথমিক ভাবে একটু উত্কন্ঠায় ছিলেন, সেটাও জানান তিনি। কিন্তু মীরা ও অ্যান্ড্রু, তাঁর উপন্যাসকে সুচারু রূপে পর্দায় তুলে ধরতে পারবেন, সেই বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেই জানান বিক্রম শেঠ।