বেশ কিছুবছর হয়ে গেল, নতুন কোনো সিনেমায় দেখা যায়নি বিপাশা বসুকে। পাঁচ বছর আগে, শেষবার কাজ করেছেন ওয়েব সিরিজ 'ডেঞ্জারাস'-এ দেখা গিয়েছিল। এই ছবিতে তার স্বামী করণ সিং গ্রোভারও তার সঙ্গে ছিলেন। আর এই প্রোজেক্ট মিকা সিং প্রযোজনা করেছিলেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মিকা এই তারকা জুটির উপর অভিযোগ আনেন, তাঁর টাকা নষ্ট করার এবং সঠিকভাবে কাজ না করার। এবাপর নতুন এক সাক্ষাৎকারে মিকা, কাজ না পাওয়ার জন্য বিপাশাকেই দায়ি করেছেন। তাঁকে বলতে শোনা গেল, ‘কর্মফল…’
মিকা পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় বলেছেন, ‘আপনাদের কি মনে হয় তাদের কাছে কাজ নেই কেন?’ গায়ক আরও জানিয়েছেন যে, তিনি করণের সঙ্গে একটি ছবি বানাতে চেয়েছিলেন, যার বাজেট শুরুতে ৪ কোটি টাকা ছিল। কিন্তু বিপাশার জেদে বাজেট ১৪ কোটি টাকা পর্যন্ত বেড়ে গেছে। মিকা বলেন, আমার করণকে খুব ভালো লাগত। আমি একটি এমন ছবি বানাতে চেয়েছিলাম, যা আমার সঙ্গীতকে প্রমোট করতে পারে। আমি প্রথমে ভেবেছিলাম গল্প লেখাব বিক্রম ভাটকে দিয়ে, কিন্তু তিনি অনেক দামি (পারিশ্রমিক বেশি)। তাই আমরা ভূষণ প্যাটেলকে পরিচালক হিসেবে নিয়েছিলাম।
‘আমি অন্য একজন অভিনেত্রীকে বেছে নিয়েছিলাম। কিন্তু তিনি চেয়েছিলেন এতে কাজ করতে। লন্ডনে সেট করা হয়েছিল। বিপাশার কারণেই বাজেট ৪ কোটি থেকে বেড়ে ১৪ কোটি হয়ে গেল। এমন পরিস্থিতি যে, আমার মতো ছোট প্রযোজকরা সিনেমা বানানোর সিদ্ধান্তে সারাজীবন আফশোস করবে। ছবিতে বিপাশা ও করণ ছিলেন একটি কাপল।একটি কিসিং সিনও ছিল। হঠাৎই তিনি ট্যানট্রাম দেখানো শুরু করলেন। এটা করবেন না, ওটা করবেন না...’, বলেন মিকা।
মিকার মতে, শুটিং চলাকালী তাঁর এবং করণের স্বাস্থ্য নিয়ে নানা অজুহাতে একাধিকসময় দেরি করে আসতেন।
মিকা আরও বলেন, আমরা কখনোই তাদের পেমেন্ট আটকে রাখিনি, কিন্তু ডাবিংয়ের সময় খুব সমস্যা হয়েছে। কখনো বিপাশা অসুস্থ হতেন, কখনো করণ। মিকার দাবি, যাদের হাতে সেভাবে কাজ নেই, তাঁদেরকে ছোট প্রযোজকদের সমস্যার কথা বুঝতে হবে। কারণ এরাইতাঁদের কাজ দিচ্ছে।
করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু ২০১৫ সালে অ্যালোন সিনেমার শুটিংয়ের সময় প্রথম দেখা করেন। তারা ২০১৬ সালে বিয়ে করেন এবং ২০২২ সালে তাদের প্রথম সন্তান, দেবীকে স্বাগত জানান। প্রায় ৫ বছর ধরে সিনেমা থেকে দূরেই রয়েছেন বিপাশা।