২০২৫ সালের মেট গালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অনুষ্ঠানে প্রথম অংশগ্রহণ করলেন শাহরুখ খান, দিলজিৎ দোসাঁঝ, কিয়ারা আডবানি। তবে এই অনুষ্ঠানে শাহরুখ এবং বিখ্যাত ডিজাইনের সব্যসাচী এমন একটি পরিস্থিতি সম্মুখীন হলেন যা হয়তো আশা করতে পারেননি কেউ।
নিউইয়র্ক সিটি আইকনিক মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হয়েছে এই বছরের মেট গালা অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অনবদ্য সাজে সেজেছিলেন সকলে। বিশেষভাবে নজর কেড়েছেন শাহরুখ এবং দিলজিৎ। তবে এত কিছুর মধ্যেও এমন একটি ঘটনা ঘটে গেল যা দেখে বিরক্তি প্রকাশ করলেন আপামর জনগণ।
আরও পড়ুন: মুসলিম হয়েও হিন্দু রীতি মেনে পুজো উরফির, হামাগুড়ি দিয়ে গেলেন কোন মন্দিরে?
আরও পড়ুন: পেঁয়াজ-রসুনে না, নিজস্বী তুলতেও বাধা! মেট গালায় যেতে মানতে হবে কী কী আজব নিয়ম?
কি ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রেড কার্পেটের মঞ্চে শাহরুখ খান এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের সাক্ষাৎ নিতে দেখা যায় দুজনকে। সাক্ষাৎকার গ্রহীতা শাহরুখ খান এবং সব্যসাচীর সঙ্গে কথা বলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। ইন্টারভিউ দেখে বোঝাই যাচ্ছে তিনি শাহরুখ এবং সব্যসাচীকে ঠিকমতো চেনেন না।
ইন্টারভিউ নিতে গিয়ে শাহরুখকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, কেমন লাগছে অনুষ্ঠানে এসে? প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে শাহরুখকে বলিউডের ছোটখাটো স্টার ভেবেছেন তাঁরা। সব্যসাচীর উদ্দেশ্যে যখন তাঁরা বলেন, ‘আর আজ রাতের ডিজাইনার তো?' প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে, যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির জনপ্রিয়তা সম্পর্কে একেবারেই অজ্ঞ।
তবে সবটা বুঝতে পেরেও শাহরুখ হাসিমুখে সব সময় উত্তর দিয়ে গেছেন। পরিস্থিতি সামাল দিতে সব্যসাচী বলে ওঠেন, ‘বিশ্বের সব থেকে বিখ্যাত পুরুষদের মধ্যে একজন। তিনি যখন হোটেল থেকে বেরিয়ে আসেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তখন তাঁকে ঘিরে ধরেন ভক্তরা।’ সব্যসাচীর মুখে এই কথা শুনে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তাঁরা রীতিমতো অস্বস্তিতে পড়ে যান।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি ভাইরাল হতে একপ্রকার ক্ষুব্ধ হন দর্শকরা। এক ভক্ত লিখেছেন, ‘মনে হয় শাহরুখ আর এমন আন্তর্জাতিক ইভেন্টে যাবেন না।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যি খুব অস্বস্তিকর পরিস্থিতি। আমাদেরই লজ্জা লাগছে।’ তৃতীয় একজন লিখেছেন,' হতেই পারে এত বড় মঞ্চে যারা রয়েছেন তাঁরা শাহরুখকে চেনেন না, তবে কথা বলার আগে কিছুটা জেনে নেওয়া প্রয়োজন ছিল।'
আরও পড়ুন: কিং বেশে শাহরুখ, রাজকীয় অবতারে দিলজিৎ, মেট গালায় চমক দিলেন ভারতীয় তারকারা
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারের সঙ্গে বিচ্ছেদের পর লেখেন খোলা চিঠি, চেনেন বাবিলের প্রাক্তনকে?
এক ভক্ত শাহরুখের এই অপমান প্রসঙ্গে বলেন, ‘এটি সত্যিই অসম্মানজনক। যারা কথা বলতে এসেছেন তাদের কিছু প্রস্তুতি থাকা প্রয়োজন।’ অন্য একজন লিখেছেন, ‘সারা বিশ্বের মানুষ যখন এটি অনুষ্ঠানে আসছে তখন সকলের প্রতি সম্মান দেখানো উচিত। আর আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে দয়া করে এমন পরিস্থিতি তৈরি করবেন না।’