বাংলা নিউজ > বায়োস্কোপ > Dipankar De's first wife: ২৬ বছরের ছোট দোলনের সঙ্গে লিভ ইন, ৭৬-এ দ্বিতীয় বিয়ে, দীপঙ্কর দে-র প্রথম স্ত্রী কে?
দোলন রায় এবং দীপঙ্কর দে-র দাম্পত্য নিয়ে কাটাছেঁড়া কম হয় না সোশ্যাল মিডিয়ায়। মেয়ের চেয়েও কম বয়সী দোলন রায়কে ৭৬ বছর বয়সে এসে বিয়ে করেছিলেন টলিউডের ‘টিটোদা’ অর্থাৎ দীপঙ্কর দে। যদিও তাঁদের সম্পর্কের বয়স প্রায় আড়াই দশকের। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলনের সঙ্গে লিভ ইন জড়ান দীপঙ্কর। ২৩ বছরের সহবাস সম্পর্কে আইনি সিলমোহর পরে ২০২০ সালে। আরও পড়ুন-৮০-তে পা দীপঙ্করের, টিটোর জন্মদিনে পায়েস রাঁধলেন দোলন, স্বামীর চেয়ে বয়সে কত ছোট অভিনেত্রী?