দ্বিতীয় বিয়ের পর শুধুই কটাক্ষের শিকার হয়েছেন দুর্নিবার। দু-বছরের ব্যবধানে গায়কের দুটো বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রির অনেকেও অখুশি, তাঁরা মীনাক্ষীর প্রতিই সমব্যাথী। এর মাঝেই দুর্নিবারের স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেন লিখেছিলেন, ‘চাইলেও মধুচন্দ্রিমার ছবি পোস্ট করতে পারছি না’। পোস্ট না করার কারণ? ট্রোলারদের পাত্তা দেওয়া নয়, বরং ‘নিজেদের এবং আপনজনের শান্তিকে প্রাধান্য’ দেওয়া। দুর্নিবারের দ্বিতীয় বিয়ে নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি তাঁর প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে বিয়ের দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় মীনাক্ষী স্পষ্ট জানিয়েছিলেন, ‘জীবনের রণবীর কাপুরকে যেতে দিন’। দুর্নিবারের দ্বিতীয় বিয়ের পর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে খানিক গুটিয়ে নিয়েছেন তাঁর প্রাক্তন, তবে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট লিখলেন মীনাক্ষী। সেখানেই মৃত্যুর প্রসঙ্গ টানলেন গায়কের প্রাক্তন স্ত্রী।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামের দেওয়ালে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করেন মীনাক্ষী। ক্যাপশনে লেখেন, ‘টুগেদার দে মেক ওয়ান, মাস্টার অফ ডেথ’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘একসঙ্গে তারা অনন্য, মৃত্যুকে জয় করে’। অনেকের কাছেই মীনাক্ষীর এই পোস্ট ইঙ্গিতপূর্ণ ঠেকেছে। হ্যারি পটার ভক্তদের কাছে ‘মাস্টার অফ ডেথ’ শব্দটি খুবই পরিচিত। ছবির একদম শেষভাগে ডাম্বলডোর চরিত্রটি ‘মাস্টার অফ ডেথ’-এর উল্লেখ করেন। তা উল্লেখ করেই মীনাক্ষীর এক পরিচিত কমেন্ট বক্সে লেখেন, ‘প্রকৃত মাস্টার মৃত্যুর থেকে পালানোর উপায় খোঁজেন না। বরং তাঁকে সেটা সাদরে গ্রহণ করতে হয়, বুঝতে হয় মৃত্যুর চেয়েও অনেক খারাপ জিনিস বা বিষয় এই দুনিয়ায় রয়েছে’।
মীনাক্ষীর এই পোস্ট দেখে অনেকেই বাহবা জানিয়েছেন। প্রশংসা করেছেন, মীনাক্ষীর ধৈর্যশক্তির। আবার অনেকেই পুরোনোকে ভুলে নতুন ভবিষ্যতের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন।
মীনাক্ষীর সাদা-কালো ছবিতে অনেকেই হয়ত লক্ষ্য় করেননি, গলায় হ্যারি পটারের ‘ডেথলি হ্যালোজ’-এর প্রতীকটি ট্যাটু করিয়েছেন তিনি। অদৃশ্য জোব্বা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকাঠি (এল্ডার ওয়ান্ড) এবং পুনরুজ্জীবন দেয় যে পাথর এই তিনের সমন্বয়েই তৈরি এই ‘ডেথলি হ্যালোজ’। যার সাহায্যে মৃত্যুকে জয় করে নতুন জন্ম পেয়েছিলেন হ্যারি পটার। সেই প্রসঙ্গ টেনেই মীনাক্ষীর এই পোস্ট।
গত ৯ই মার্চ দ্বিতীয় বিয়ে সেরেছেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনাল ম্যানেজার মোহরের সাত পাক ঘুরেছেন গায়ক। বিয়ের আগে থেকেই দুর্নিবার-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে কাটা ছেঁড়া বিস্তর। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক অনুষ্ঠান করে মীনাক্ষী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেছিলেন দুর্নিবার। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়ে। আর সম্পর্কে ভাঙান ধরতে না ধরতেই ঐন্দ্রিলা ওরফে মোহের প্রেমে হাবুডুবু খেয়েছেন দুর্নিবার। এর জেরে কম ট্রোলড হননি দুর্নিবার। তবে গায়কের পাল্টা দাবি, ‘চুপ করে আছি বলে দুর্বল ভাববেন না’।
আরও পড়ুন- মোহরে ঘর বেঁধেছেন দুর্নিবার, প্রাক্তনের দ্বিতীয় বিয়ের পর প্রথম পোস্ট মীনাক্ষীর
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)