
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি মহাকুম্ভে মমতা কুলকার্নিকে কিন্নড় আখড়ার তরফে মহামণ্ডলেশ্বর ঘোষণা করার পর সকলেই চমকে গিয়েছিলেন। সেদিন আখড়ার সদস্যদের উপস্থিতিতে পিণ্ডদান করে সন্ন্যাস গ্রহণ করেন মমতা কুলকার্নি। যদিও এরপরপরই অনেকেই প্রশ্ন তোলের তিনি কি আদৌ এই পদের জন্য যোগ্য। তবে আবার বিশ্বাসঘাতকতার অভিযোগে সন্ন্যাস নেওয়ার ঠিক পরপরই কিন্নর আখড়া থেকে বহিষ্কার করা হয় মমতাকে। এমনকি মহামণ্ডলেশ্বর পদও হারান তিনি। কিন্নড় আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস নিজেই জানিয়েছিলেন সেকথা।
চলতি এই বিতর্কের মাঝেই সম্প্রতি 'আপ কি আদালত' অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা কুলকার্নি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, 'জো ভি লোগ সন্ন্যাসী বান্তে হ্যায়, মহামণ্ডলেশ্বর বন্তে হ্যায়, উনকে বারে মে মানা জাতা হ্যায় কে উনহোনে বেদো কা অধ্যায়ন কিয়া হোগা, শাস্ত্রোঁ কা অধ্যায়ন কিয়া হোগা। আপকে বারে মে কুছ আইসা দিখতা নেহি'। একথা বলা মাত্রই সেদিন শোয়ের মাঝেই জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন অভিনেত্রী। এই পর্বটি এখনো প্রচারিত হয়নি। তবে অনুষ্ঠানের প্রমোতে বিষয়টি উঠে এসেছে।
আরও পড়ুন-৯ বছরের প্রেমিককে ঠকিয়ে তাহসানকে বিয়ে করেছেন রোজা? চর্চায় প্রাক্তনের ফেসবুক পোস্ট
প্রসঙ্গত, সন্ন্যাস নেওয়ার পরপর এক সাক্ষাৎকারে মমতা কুলকার্নিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আবার কখনও অভিনয়ে ফিরবেন? উত্তরে প্রাক্তন অভিনেত্রী সেদিন বলেছিলেন, মমতা বলেন, ‘আমি আবারও সিনেমা করার কথা কল্পনাও করতে পারি না। এটা একেবারেই অসম্ভব। কিন্নার আখড়ার লোকেরা ভগবান শিব ও দেবী পার্বতী অর্ধনারীশ্বরের অবতারকেই তুলে ধরে। আমি ২৩ বছর আধ্যাত্মিক জগতে আছি। এই কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হওয়া আমার কাছে অলিম্পিক পদক জয়ের মতো। একমাত্র দেবী আদিশক্তির আশীর্বাদেই আমাকে এই সম্মান দেওয়া হয়েছে। আমি কিন্নর আখড়ার অংশ হওয়ার কথা ভাবি, কারণ এখানে স্বাধীনতা রয়োছে। কোনও বিধিনিষেধ নেই। জীবনে সবকিছুরই প্রয়োজন, বিনোদনেরও প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনীয়তার কথা আপনাকে স্বীকার করতেই হবে। কিন্তু আধ্যাত্মিকতা এমন একটি বিষয়, যেটা শুধুমাত্র আপনি সৌভাগ্যের মাধ্যমেই অর্জন করতে পারেন। সিদ্ধার্থ (রাজকুমার সিদ্ধার্থ গৌতম যিনি ভগবান বুদ্ধ হয়েছিলেন) তাঁর জীবনে সবকিছু দেখেছিলেন এবং তারপরে পরিবর্তনের সিদ্ধান্ত নেন।’
এছাড়াও সংবাদসংস্থা ANI-কে প্রাক্তন অভিনেত্রী বলেন, ‘এটা ছিল মহাদেব, মহা কালীর নির্দেশ। এই ছিল আমার গুরুর আদেশ। এই দিনটিকেই বেছে নিয়েছেন তাঁরা। আমি কিছুই করিনি। এর আগে কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ঘোষণা করেন, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports