
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত শনিবার আচমকাই অচৈতন্য হয়ে পড়েন বিখ্যাত আমেরিকান গায়িকা ম্যাডোনা। তিনি এভাবে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে তড়িঘড়ি নিউ ইয়র্ক সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রাতের জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। যদিও এই ৬৪ বছর বয়সী আমেরিকান গায়িকা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেই জানা গিয়েছে।
আর কিছুদিন পরেই গায়িকার একটি সঙ্গীত সফর ছিল। তার জন্য রীতীমত প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। করছিলেন রিহার্সাল। তার আগেই তিনি এভাবে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার গাই অসিয়ারি জানালেন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বটে কিন্তু এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
একটি ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয় 'শনিবার, ২৪ জুন ম্যাডোনার একটি গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এটার কারণে তাঁকে এক রাত আইসিইউতে কাটাতে হয়েছিল।'
আপাতত তাঁর অসুস্থতার কারণে তাঁর আগামী সমস্ত শো, ইত্যাদি স্থগিত রাখা হয়েছে। একটি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে তিনি নাকি সাম্প্রতিককালে অত্যন্ত স্ট্রেস নিচ্ছিলেন। লাগাতার এক ভাবে কাজ করে চলেছিলেন। করছিলেন রিহার্সাল।
গায়িকার ম্যানেজার জানিয়েছেন, 'আপাতত ওঁর যা যা কমিটমেন্ট আছে সব বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। এই বাতিলের তালিকার মধ্যে ওঁর আগামী ট্যুরও আছে। আরও যা যা তথ্য পাব আগামীতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একই সঙ্গে জানিয়ে দেওয়া হবে তাঁর ট্যুর থেকে শো কবে কোনটা রিশিডিউল করা হল।'
তবে সূত্রের খবর আপাতত তাঁকে আইসিইউ থেকে বের করা হয়েছে। কিন্তু ম্যাডোনা এখনও চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হননি গায়িকা।
প্রসঙ্গত অসুস্থ হওয়ার আগে ম্যাডোনা লিখেছিলেন 'ঝড়ের আগে শান্তি যেন।' তিনি হয়তো তাঁর সঙ্গীত সফরের কথা ভেবেই এই কথা লিখেছিলেন কিন্তু সেটা যে অন্য ভাবে বাস্তবায়িত হবে সেটা আর কে জানত! আপাতত তাঁর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports