জামাই নিক জোনাসকে নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। অভিনেত্রীর মা পেশায় চিকিৎসক। জামাই নিককে নিয়ে গর্বিত তিনি। ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মধু চোপড়া ফাঁস করেছেন, নিক খুব সংসারি, পরিবারকে আগলে আগলে রাখে প্রতি মুহূর্তে। এমনকি প্রিয়াঙ্কা কাজে গেলে মেয়ে মালতীর সম্পূর্ণ দেখভাল করে। এও জানিয়েছেন, তাঁর থেকেও বেশি ভালো করে মাতৃত্বকে সামলাচ্ছেন মেয়ে প্রিয়াঙ্কা।
মধু চোপড়া: নিক জোনাস জামাই হিসেবে দারুণ
মধু চোপড়ার কথায়, ‘আমি সত্যিই ওকে (নিক জোনাস) ভালোবাসি আর সম্মান করি। ও ভালোবাসার মতো এবং সম্মান করার মতো জামাই। আমরা একে অপরকে সম্মান করি এবং সবকিছু নিয়ে আলোচনা করি, তবে নিজেদের মধ্যে একটা সীমানা রয়েছে। আমরা সবাই পরিবার হিসাবে একে অপরের সঙ্গটা দারুণ উপভোগ করি। নিক বিদেশি হতে পারে, তবে ও খুব সংসারি। প্রিয়াঙ্কা এবং নিকের মধ্যে পরিবারের জন্য একই রকমের নৈতিক মূল্যবোধ রয়েছে। এমনকি নিকও মনে করে পরিবারই জীবন এগিয়ে নিয়ে যাওয়ার চাবিকাঠি’। আরও পড়ুন: নিজের রিয়েল লাইফের 'হিরো'র সঙ্গে ছবি দিলেন শুভশ্রী, জানালেন মনের কথা
মধু চোপড়া মনে করেন তাঁর চেয়েও ভালো মাতৃত্ব সামলাচ্ছেন প্রিয়াঙ্কা
‘দেখেছি পেশাদারিত্বের ক্ষেত্রে প্রিয়াঙ্কা এবং নিক একে অপরকে খুব ভালো ভাবে সামলাচ্ছেন। প্রিয়াঙ্কা যখন কোনও অ্যাসাইনমেন্টে বাইরে থাকে তখন মালতীকে সামলায় নিক। ওকে পেয়ে আমরা ধন্য। আমি খুবই সন্তুষ্ট, কারণ মাতৃত্বের সমস্ত দায়িত্ব আমার থেকেও ভালো ভাবে পালন করে প্রিয়াঙ্কা’। বছর একের এক কন্যা সন্তান রয়েছে নিয়াঙ্কার।