এক ইন্দ্রিয় বন্ধ হলে অন্য ইন্দ্রিয় যেন বেশি সজাগ হয়ে ওঠে। যারা কোনও না কোনও দিক থেকে বিশেষভাবে সক্ষম, তাদের সম্পর্কে এই কথা প্রায়ই বলে থাকেন অনেকে। এমন ব্যক্তিরা অনেক সময় প্রতিভাবানও হন ভীষণ। তেমনই এক প্রতিভার দেখা মিলল এক্সপ্রেস ট্রেনে। গুজরাটের ভাদোদোরা যাওয়ার পথে ওই প্রতিভার সঙ্গে আলাপ হয় হরিশ খেদকর নামক ব্যক্তির। দৃষ্টিহীন ওই ব্যক্তি তখন গানে মগ্ন - ‘এ তুনে ক্যা কিয়া!’ হরিশ তখনই তার একটি ভিডিয়ো রেকর্ড করেন। সেই ভিডিয়োই এখন ভাইরাল নেট দুনিয়ায়।
আরও পড়ুন - গায়ে পড়়ে ভাব করার ‘শাস্তি’! মহিলার পরচুলা খুলে দিল বাঁদর, ভাইরাল ভিডিয়ো
গোটা কামরা সুরের আবেশে মুগ্ধ
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দৃষ্টিহীন ওই ব্যক্তি ছাড়াও কামরাতে আরও কয়েকজন উপস্থিত। তার হাতে থাকা বোতলে টোকা দিয়ে গানের সঙ্গে তাল দিচ্ছেন। ঘটনাচক্রে তারাও দৃষ্টিহীন। কিন্তু গোটা কামরা তখন সুরের আবেশে মুগ্ধ। নেটিজেনদের বক্তব্য, এমন একজন সঙ্গে থাকলে গোটা জার্নি বেশ ভালো কাটে।