৬ ফেব্রুয়ারি ইহলোকের মায়া ত্যাগ করেন কিংবন্তি গায়িকা লতা মঙ্গেশকর। ভারতীয়দের কাছে ‘নাইটিঙ্গেল’ নামেও খ্যাত সুরসম্রাজ্ঞী। তাঁর গলার সুরে প্রজন্মের পর প্রজন্ম মেতেছিলেন। শ্রীমদ্ভগবদ্গীতা থেকে একটি শ্লোক পাঠ করেছিলেন লতা মঙ্গেশকর। সেই ভয়েস ক্লিপ সামাজিক মাধ্যমের দেওয়ালে শেয়ার করেছেন অভিনেতা অনুপম খের। ভয়েস ক্লিপটি নাকি লতা মঙ্গেশকারের জীবনের শেষ ভয়েস ক্লিপ।
লতা মঙ্গেশকরের শেষ বার্তা
অমৃত মহোৎসব কমিটির দ্বিতীয় বৈঠকে লতা মঙ্গেশকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ভয়েস ক্লিপটিতে। ভারতের স্বাধীনতার ৭৫তম বছরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে শোনা গিয়েছে তাঁকে। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা শ্রীকৃষ্ণের একটি শ্লোক পাঠ করেছিলেন তিনি। গায়িকাকে বলতে শোনা গিয়েছে, ‘ভগবান শ্রীকৃষ্ণ এ সব কথা বলেছেন। তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন। তিনি আজও আছেন এবং ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন এটা আমার বিশ্বাস। সকলকে প্রণাম জানিয়ে এগোচ্ছি’।
সেই ভয়েস ওভার টুইটারে শেয়ার করে অনুপম খের লিখেছেন, ‘এটি লতাজির ভগবত গীতার শ্লোক নিয়ে শেষ বার্তা। ২০২১ সালের ২২ ডিসেম্বর আজাদী কা অমৃত মহোৎসব কমিটির একটি মিটিংয়ে সুরসম্রাজ্ঞী শ্লোকটি উচ্চরণ করেছিলেন। এবং তখন তিনি রেকর্ড করে নেন। লিংকে গিয়ে ক্লিক করে শুনে নিন লতা মঙ্গেশকরের গলায় ভগবত গীতার সেই শ্লোক।'
উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। প্রায় ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে প্রয়াত হন তিনি। করোনার সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। চিকিত্সক প্রতীত সামধানি জানান, ‘মাল্টি অর্গান ফেইলিউরের জেরেই মৃত্যু হল লতা মঙ্গেশকরের, কোভিড আক্রান্ত হয়ে প্রায় ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, করোনা মুক্ত হয়েছিলেন কিন্তু করোনা পরবর্তী জটিলতার জেরে স্তব্ধ হল তাঁর যাত্রা’।