মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। শোকে কাতর তাঁর পরিবার, প্রিয়জনরা। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, টানা ২৮ দিনের লড়াই, আর বাড়ি ফেরা হল না।
এ দিন সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের নানান প্রান্তের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা। ছিল প্রায় গোটা বলিউড। শিবাজি পার্কে লতাজিকে শেষ শ্রদ্ধা জানানোর পর, তাঁর অস্থিভষ্ম সংগ্রহ করলেন ভাইপো আদিনাথ মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথ মঙ্গেশকর। সোমবার তাঁকে শ্মশান থেকে আস্থিকলশ (ছাইয়ের কলসি) আনতে দেখা যায়। পিটিআইকে সহকারী পুর কমিশনার কিরণ দিঘাবকর জানিয়েছেন, কিংবদন্তি শিল্পীর ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথের হাতে অস্থি কলস হস্তান্তর করা হয়েছে। যেহেতু লতা অবিবাহিত ছিলেন, তাই তার ভাইয়ের পরিবার তার মৃত্যুর পরবর্তী সমস্ত নিয়ম পালন করবেন।
তার মৃতদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সহকারে শিবাজি পার্ক স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। যে গাড়িতে তার মরদেহ স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল, সেটি সম্পূর্ণ সাদা ফুল দিয়ে সজ্জিত ছিল এবং গায়িকার একটি বিশাল ছবিও ছিল। পুলিশ সদস্যরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে তেরঙ্গায় মুড়ে শেষযাত্রায় নিয়ে যাওয়া হয়।
আমির, শাহরুখ, বিদ্যা বানাল, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতা তাই-কে শ্রদ্ধার্ঘ্য জানাতে। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে দেখা মিলেছিল শাহরুখ খানেরও। তাঁরা প্রয়াত গায়িকাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, আদিত্য ঠাকরে, পীযূষ গোয়েল এবং শরদ পাওয়ার সহ বিশিষ্ট রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে।
সাদা পোশাক পরা আটজন পুরোহিত শেষকৃত্য পরিচালনা করেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় লতার ভাই হৃদয়নাথ মুখাগ্নি করেন। গান স্যালুটে ‘ভারতের নাইটিঙ্গেল’কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।