বাংলা নিউজ > বায়োস্কোপ > Kunal on Bigg Boss: মানসিক হাসপাতালে যাবেন তাও বিগ বসে যাবেন না! রাজনৈতিক জোকস বিতর্কের মাঝে ফের বিস্ফোরক কুণাল
Kunal on Bigg Boss: মানসিক হাসপাতালে যাবেন তাও বিগ বসে যাবেন না! রাজনৈতিক জোকস বিতর্কের মাঝে ফের বিস্ফোরক কুণাল
1 মিনিটে পড়ুন Updated: 09 Apr 2025, 11:51 AM ISTSubhasmita Kanji
Kunal on Bigg Boss: কিছুদিন আগেই রাজনৈতিক জোকস বলে বিতর্কের মুখে পড়েন কুণাল কামরা। তাঁকে এক প্রকার বুক মাই শো থেকে ব্ল্যাকলিস্টেড পর্যন্ত করা হয়েছে। আর এসব বিতর্কের মাঝেই বিগ বসের অফার পেলেন এই জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান। সলমনের শোয়ে প্রস্তাব গ্রহণ করলেন নাকি ফেরালেন?
Ad
বিতর্কের মাঝে ফের বিস্ফোরক কুণাল!
কিছুদিন আগেই রাজনৈতিক জোকস বলে বিতর্কের মুখে পড়েন কুণাল কামরা। তাঁকে এক প্রকার বুক মাই শো থেকে ব্ল্যাকলিস্টেড পর্যন্ত করা হয়েছে। আর এসব বিতর্কের মাঝেই বিগ বসের অফার পেলেন এই জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান। সলমনের শোয়ে প্রস্তাব গ্রহণ করলেন নাকি ফেরালেন?
এদিন কুণাল কামরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সেখান থেকেই জানা যাচ্ছে সম্প্রতি এক ব্যক্তি যিনি নিজেকে বিগ বসের কাস্টিং এজেন্ট বলে পরিচয় দিয়েছেন তিনি কুণাল কামরাকে এবারের সলমনের এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাতে জবাবও দিয়েছেন কুণাল।
বিগ বস মানেই বিতর্ক, নিত্য নতুন নাটক, সেলেবদের হাঁড়ির খবর ফাঁস। আর সম্প্রতি বিতর্কে নাম জড়িয়েছে কুণালের। তারপরই এই অফার এল তাঁর কাছে। সেই কাস্টিং এজেন্টের সঙ্গে কথপোকথনের একটি স্ক্রিনশট পোস্ট করেন এদিন এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। সেই ছবিতেই দেখা যাচ্ছে নিজেকে কাস্টিং এজেন্ট বলে দাবি কর ব্যক্তি লিখেছেন, ‘আমি এবারের বিগ বসের সিজনের কাস্টিং হ্যান্ডেল করছি। তাই আপনার নাম সেটার জন্য ভাবছি কারণ মানুষের কাছে বিষয়টা আগ্রহের হতে পারে। আমি জানি হতে পারে আপনার র্যাডারে বিষয়টা ছিল না বা নেই হয়তো। কিন্তু এই পাগল করা এই প্ল্যাটফর্মে আপনি আপনার নিজের ভাইব দেখাতে পারবেন, আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারবেন। আপনার কি মনে হয়? আমরা কথা বলি এটা নিয়ে?’
এই কথপোকথনের স্ক্রিনশট পোস্ট করে কুণাল কামরা সেটার জবাবে লেখেন, 'আমি এটার থেকে মানসিক হাসপাতালে যেতে বেশি স্বচ্ছন্দ বোধ করব।' এই পোস্টের সঙ্গে তিনি সলমন খানের ছবি রাধে থেকে একটি গান জুড়ে দিয়েছিলেন। তবে বিগ বস সিজন ১৯ নাকি বিগ বস OTT এর প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে সেটা স্পষ্ট নয়।
প্রসঙ্গত কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন থেকে একনাথ শিন্ডে সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নানা জোকস বলেছেন, মশকরা করে প্যারোডি গেয়েছেন। আর তারপরই বিতর্ক জড়িয়ে পড়েন। তাঁর নামে FIR পর্যন্ত দায়ের করা হয়।