এই মুহূর্তে চর্চায় রয়েছে জি বাংলার নাচের রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স'। শোয়ের বিচারক থেকে সঞ্চালক, প্রতিযোগীরা ঠিক কী কী করছেন, তা নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। তাছাড়াও এই শো সপ্তাহের শেষের দুটো দিন নানা চমকে তাদের ডালি সাজিয়ে রাখে, তা নিয়েও উন্মাদনার অন্ত নেই। এই সপ্তাহও তার ব্যতিক্রম নয়, বরং আরও বেশি রঙিন। কারণ? এই সপ্তাহে কেবল প্রতিযোগীরা নন, তাঁদের সঙ্গে নাচ করতে দেখা যাবে জি বাংলার মেগার সব কলাকুশলীদের, তাঁদের মধ্যে আবার অনেকে এই 'ডান্স বাংলা ডান্স'-এর প্রাক্তন প্রতিযোগীও। দেখে নিন আপনার কোন কোন প্রিয় তারকাকে 'ডিবিডি'-এর মঞ্চে এই সপ্তাহে দেখতে পাবেন।
টিআরপি টপার মেগা 'পরিণীতা'-এর 'পারুল' ঈশানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে 'ডিবিডি'-এর মঞ্চে। সেখানে তাঁকে 'বরষো রে মেঘা মেঘা' গানে, এই সিজনের প্রতিযোগী সায়ন্তীর সঙ্গে নাচ করতে দেখা যাবে।
আরও পড়ুন: ‘একা হয়ে যাওয়ার দিন…’, মায়ের ছবি দিয়ে কোন বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করলেন পরম
তাছাড়াও থাকছেন 'মিঠিঝোরা' ধারাবাহিকের 'রাইপূর্ণা' আরাত্রিকা মাইতি। তাঁকেও দেখা যাবে। মরাঠি পোশাকে দেখা গিয়েছে নায়িকাকে। তিনি ছাড়াও থাকবেন 'পিলু' খ্যাত অভিনেত্রী মেঘা দাঁ। তিনিও 'ডান্স বাংলা ডান্স'-এর হাত ধরেই বিনোদন দুনিয়ায় পা রেখে ছিলেন। 'ডিবিডি'-এর পরই তাঁর কাছে 'পিলু' ধারাবাহিককে নাম ভূমিকায় অভিনয়ের সুযোগ আসে। বর্তমানে অভিনেত্রীকে স্টার জলসার 'কথা' ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে। 'ডিবিডি'-এর মঞ্চের বিরল প্রতিভা পূজা হালদারের সঙ্গে তাঁকে নাচ করতে দেখা যাবে।
এছাড়াও ডান্স বাংলা ডান্স'-এর আর এক প্রাক্তন প্রতিযোগী ধ্রুব সরকারকেও দেখা যাবে তাঁকে আদ্রিতির সঙ্গে দেখা যাবে। খুব সম্ভবত 'শোলে' ছবির প্রেক্ষাপটে ‘গব্বর’ ও ‘বাসন্তী’র থিমে তাঁরা নাচ করবেন। তাঁদের সাজ পোশাক আসলে তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। 'গব্বর'-এর বেশে দেখা গিয়েছে ধ্রুবকে, অন্যদিকে 'বাসন্তী' সাজে ধরা দিয়েছে খুদে আদ্রিতি।
তাছাড়াও 'ডান্স বাংলা ডান্স'-এর উজ্জ্বল নক্ষত্র 'ত্রপোমানা'-এর সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা জনকে। মেগার পাশাপাশি ছবিতেও বর্তমানে নজর কেড়েছেন জন। 'খাদান' ছবিতে দেবের বিপরীতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে।সবটা মিলিয়ে এই সপ্তাহে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ যে বেশ জমজমাট তা বলাই বাহুল্য।