মোশন পোস্টারের শুরুতেই দেখা গিয়েছে 'রাম' প্রভাসকে। তারপরই চোখে জল নিয়ে জানকীর বেশে ধরা দেন কৃতি। হিন্দুপুরাণ ‘রামায়ণ’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি। মোশন পোস্টারের ক্যাপশানে কৃতি লিখেছেন, ‘সীতা রাম চরিত অতি পাবন'। ছবির আরও একটি পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন, ‘অমর হ্যায় রাম, জয় শিয়া রাম’।
জানকী সীতার বেশে কৃতি
পরনে বেইজ রঙের শাড়ি। মাথা থেকে জড়ানো গেরুয়া রঙের দোপাট্টা, সিঁথিতে সিঁদুর,কপালে টিপ, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। সীতা নবমীর দিন এভাবেই জানকীর বেশে ধরা দিলেন কৃতি শ্যানন। সামনে এসেছে 'আদি পুরুষ'-এর নতুন পোস্টার।
ওম রাউত পরিচালনায় 'আদিপুরুষ' ছবিতে জানকীর ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। আর রামের বেশে ধরা দেবেন প্রভাস। শনিবার মুক্তি পাওয়া এই মোশন পোস্টারের শুরুতেই দেখা গিয়েছে 'রাম' প্রভাসকে। তারপরই চোখে জল নিয়ে জানকীর বেশে ধরা দেন কৃতি। হিন্দু পুরাণ ‘রামায়ণ’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশানে কৃতি লিখেছেন, ‘সীতা রাম চরিত অতি পাবন'। ছবির আরও একটি পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন, ‘অমর হ্যায় রাম, জয় শিয়া রাম’।
ছবির পোস্টারের নিচে কমেন্ট করেছেন নেটপাড়ার অনেকেই। কেউ লিখেছেন, ‘ব্লক বাস্টার লোডিং।’ কারোর কথায়, ‘ম্যাম আমি কী বলব জয় মাতা সীতা বা জয় মাতা কৃতি’, কারোর কথায়, ‘এখনও পর্যন্ত আপনার সেরা পোস্টার।’ এর আগে আদি পুরুষ নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, অবশেষে পর্দায় আসতে চলেছে এই ছবি। ১৩ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’। তবে দেশে নয়, বিদেশে। ১৩ জুন নিউইয়র্কে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল- ২০১৩-এ এই ছবিটির প্রিমিয়ার হবে।