
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কঙ্কনা সেনশর্মা বেশ ভালো মতোই জানেন যে দর্শকদের পছন্দ কী, বা কোন ধরনের কাজ করলে তাঁরা সহজে সেটার সঙ্গে রিলেট করতে পারবে, সেটা সিনেমাই হোক বা ওটিটি মাধ্যমের কোন কাজ। মুম্বই ডায়েরিজের এক ডাক্তার যে তাঁর অতীতের ভূতের সঙ্গে লড়াই করে তেমন চরিত্র থেকে শুরু করে আজীব দাস্তানের এক রোমাঞ্চকর গল্প সবেতেই তিনি সেটা প্রমাণ করেছেন। এখন তাঁকে মনোজ বাজপেয়ীর সঙ্গে 'কিলার স্যুপ'-এ স্বাতী নামে এক খারাপ বা কূটবুদ্ধি সম্পন্ন উদ্যোক্তার চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর এই শোটি দর্শকদের বেজায় মনে ধরেছে। রীতিমত চর্চা চলছে কিলার স্যুপ নিয়ে।
কিলার স্যুপের বিষয়ে কঙ্কনা হিন্দুস্তান টাইমসকে জানান, ‘অবশ্যই আমরা কঠোর পরিশ্রম করেছি। শো তৈরি করতেও অনেক সময় লাগে। অবশেষে দর্শক যখন এটি দেখছেন, ততক্ষণে অনেকটা সময় পেরিয়ে গেছে। শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি অভিনেতা হিসাবে এত দুর্বল এবং সংবেদনশীল হয়ে পড়েন, তবে এটি মুক্তি পায় যখন কিছু সময় পর ততক্ষণে আপনি আবারও কিছুটা স্থিতাবস্থা ফিরে পান। এই প্রতিক্রিয়া দেখে খুব ভালো লাগছে।’
আরও পড়ুন: রামায়ণ শুরুর আগেই ফের বলিউডের প্রজেক্টে যশ? এবার জুটি বাঁধছেন শাহরুখের সঙ্গে?
আরও পড়ুন: খুনির চরিত্র পেলে বাস্তবেও খুন করতে পারেন পিয়ালি! দিদির মঞ্চে ফুলকির ধানুকে নিয়ে আশঙ্কা প্রকাশ
কঙ্কনার শর্মার ওটিটি সফরের প্রায় পুরোটাই প্রশংসায় ভরপুর। তিনি তাঁর ওটিটি কেরিয়ার শুরু করেছিলেন একটি মেডিক্যাল ড্রামা মুম্বই ডায়েরিজ দিয়ে, এটি ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। তিনি তিলোত্তমা সোম এবং অম্রুতা সুভাষের সঙ্গে লাস্ট স্টোরিজের একটি বিভাগও পরিচালনা করেছিলেন, যা ব্যাপকভাবে সাড়া ফেলেছিল এবং সেরা বলেও হিসাবে বিবেচিত হয়েছিল।
ভারতে ওটিটির প্রচলন নিয়ে তিনি এদিন বলেন, 'ভারতে ওটিটি প্রবল ভাবে বিস্তার হওয়ার আগে পর্যন্ত আমি ফার্গো এবং ব্রেকিং ব্যাডের মতো আন্তর্জাতিক সিরিজ দেখতাম। আমি ধারণাটির সাথে পরিচিত ছিলাম এবং আমি এই ধরনের কাজের জন্য উদ্বেল হয়ে উঠেছিলাম কারণ আমি তখনও পর্যন্ত কেবল চলচ্চিত্র এবং শর্ট ফিল্মে কাজ করেছিলাম। তাই যখন আমাকে মুম্বই ডায়েরিজ অফার করা হয়েছিল, তখন আমি উত্তেজিত ছিলাম কারণ আমি কখনও ওয়েব সিরিজ করিনি, এবং আমি এই ধরনের কাজ করার জন্য মুখিয়ে ছিলাম।
যদিও ওয়েব স্পেস অবশ্যই মহিলা অভিনেতাদের জন্য একটি বৃহত্তর সুযোগ সরবরাহ করে, তবে এখনও কঙ্কনা এখনও এমন কোনও অফার গ্রহণ করেননি যা নগ্নতাকে তুলে ধরে বা দৃষ্টিকটু বা যা নিয়ে নিন্দা হতে পারে। তাঁর মতে বর্তমানে সেলফ সেন্সরশিপের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অনেকটাই।
আরও পড়ুন: কেক কেটে জন্মদিন পালন, জানতেন মিমির এই ‘ছেলে’র কথা?
'সবাই কী বলছে না বলছে সে বিষয়ে সকলেই এখন খুব সতর্ক, আপনি কখনই জানেন না কখন এফআইআর হয়ে যাবে আপনার নামে। অনেক সেলফ সেন্সরশিপ হচ্ছে, যা এক দশক আগেও ছিল না,' মত কঙ্কনার।
তবে কঙ্কনা জানিয়েছেন এই সেন্সরশিপগুলো মূলত ধর্মীয় অনুভূতিকে সম্মান করার জন্য। নারীবিদ্বেষের জন্য এটা আছে বলে তিনি মনে করেন না, তবে ধর্মের ক্ষেত্রে প্রচুর সেন্সরশিপ রয়েছে। এটা কতটা ভালো বা খারাপ সেটা আমাদের নিজেদেরই ভাবতে হবে।
প্রসঙ্গত কঙ্কনা শর্মা এই মাধ্যমটিতে পরিচালনা এবং অভিনয়, উভয় ক্ষেত্রেই কাজ করেছেন। তিনি তাঁর কাজের মাধ্যমে বুঝিয়েছেন যে তিনি একজন পরিচালক হিসেবে আরও বিকাশের পরিকল্পনা করছেন, ‘আমি বর্তমানে চেষ্টা করছি একটা সিরিজ তৈরি করার। এতটাও সহজ নয়, এত কিছু একসঙ্গে সামলাতে সময় লাগে। এটা একটা কমেডি জ্যঁরের সিরিজ হবে, আমি জানি না প্ল্যাটফর্মগুলো এটা পছন্দ করবে কিনা, আমাদের প্রয়োজনীয় বাজেট আমরা পাব কিনা। এছাড়া একটি ফিচারফিল্মও করছি। আমার কোনও তাড়া নেই। আমি যদি এমন কিছু লিখতে পারি যা ভালো এবং তার জন্য যদি ফান্ড পাই তবে আমি অবশ্যই সেই কাজগুলো করব। শুধু ছবি বানানোর জন্য এটা বানাতে চাই না।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports