কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। প্রতীক আর রোহিনীর বিয়ের দিনই খুলতে চলেছে এক জটিল রহস্য। হ্যাঁ! একেবারেই তাই। শ্যামলী আর অনিকেত এবার আরও এক সত্যের মুখোমুখি হবে।
আরও পড়ুন: 'দারুণভাবে স্টান্ট করেছেন' প্রথম অ্যাকশন ছবিতেই বাজিমাত করেছেন কাজল! প্রভু দেবার সঙ্গে রসায়ন নিয়ে কী বললেন পরিচালক?
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আপডেট
প্রিয় বন্ধু প্রতীকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রোহিণীর। কিন্তু সে ভালোবাসে সৌনককে। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি। উল্টে প্রিয় বন্ধুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলে অনিকেতের বোন। কিন্তু তার আগেই কঠিন সত্যের মুখোমুখি হয় শ্যামলী আর অনিকেত। আর তারপরই প্রশ্ন ওঠে আদৌ এই বিয়ে হবে তো? ভাবছেন কেন?
আরও পড়ুন: ৩০ বছরে প্রথম, কানের প্রতিযোগিতা বিভাগে অংশ নিল কোনও ভারতীয় ছবি! ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেল অল উই ইমাজিন
আরও পড়ুন: 'আমি ওঁকে খারাপ ভাবে ছুঁতাম নাকি?' সোনাক্ষীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের আগে অস্বস্তিতে পড়েছিলেন জ্যাসন! কেন?
প্রতীকের সত্যি জেনে যাবে শ্যামলী আর অনিকেত। সৌনককে তারা দুজন মিলে খুঁজে বের করে বিয়ের মণ্ডপে নিয়ে আসবে। শুধু আনবে না, সেখানে তারা প্রতীকের আসলে চেহারাও সবার সামনে ফাঁস করে দেবে বলে ঠিক করে। তারপর গল্পের মোড় কোন দিকে ঘোরে সেটাই দেখার।
আরও পড়ুন: 'গান্ধীজি আর আম্বেদকরের একটা ডিবেট হলে দারুণ হতো', কিন্তু কেন এমনটা মনে করেন জাহ্নবী?
আরও পড়ুন: শিষপ্রিয়া অঙ্কনার গানে মুগ্ধ শান্তনু - অন্তরারা, সা রে গা মা পা -র গ্র্যান্ড ওপেনিং জমলো জাভেদ আলির নাচে!
কোন গোপনে মন ভেসেছে প্রসঙ্গে
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি সোমবার থেকে শনিবার পর্যন্ত রাত সাড়ে আটটা নাগাদ জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যায় রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্যকে।