কলকাতা পুলিশ তাঁদের অভিনব পোস্ট, বুদ্ধি দিয়ে বারেবারে শহরবাসীর মন কেড়েছে। তাঁদের ফেসবুকের পোস্টগুলো হামেশাই ভাইরাল হয়। এদিনও তার অন্যথা হল না। রাত পোহালেই গোটা শহর তো বটেই দেশ, বিশ্ব ভাসবে বর্ষ শেষের পার্টিতে। আর সেই বিষয়ে সচেতনতা ছড়াতে এদিন কী পোস্ট করলেন তাঁরা?
আরও পড়ুন: রুক্মিণীকে পাশে নিয়েই বিয়ের জন্য মেয়ে খুঁজছেন দেব! পাত্রীর কী কী গুণ থাকা চাই?
কী জানাল কলকাতা ট্রাফিক পুলিশ?
এদিন ফেসবুকে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি পোস্টার শেয়ার করে তাতে লেখা হয় 'এই নতুন বছরকে বরণ করার আগে বর্ষ শেষে বিশেষ পারফরমেন্স থাকছে কলকাতার ডিজে ট্রাফিক পুলিশের।' ফলে বুঝতেই পারছেন এই বছর ৩১ ডিসেম্বরের রাতে কলকাতা পুলিশ ছুটিতে থাকবে। থাকবে কাজ বন্ধ। ভাবছেন কারা কারা আমন্ত্রিত থাকছেন এই পার্টিতে? কারা আবার? ফ্রি এন্ট্রি থাকবে, 'যাঁরা দ্রুত গতিতে গাড়ি চালাবেন, মদ খেয়ে গাড়ি চালাবেন, ট্রাফিক সিগন্যাল ভাঙবেন, হেলমেট ছাড়া বাইক চালাবেন যাঁরা, এবং অন্যান্য যাঁরা ট্রাফিকের নিয়ম ভাঙবেন।' হ্যাঁ, এমনি মজার একটি পোস্টার শেয়ার করে শহরবাসীর উদ্দেশ্যে সচেতন বার্তা দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
একই সঙ্গে লেখা হয়, ৩১ ডিসেম্বর গোটা রাত ধরে কলকাতা পুলিশের আওতায় যে যে জায়গাগুলো পরে সব জায়গায় এই পার্টি চলবে। এই পোস্টারের ক্যাপশনে লেখা হয়, 'এই নতুন বছরে পার্টি স্মার্ট, সাবধানে থাকুন। আর ডিজে লাগলে সেটা আমাদের বানাবেন না।' সঙ্গে সেফ ড্রাইভ, সেভ লাইভ বার্তাও দিতে ভোলেননি কলকাতা ট্রাফিক পুলিশ।
নিমেষে প্রায় ২ হাজারের উপর শেয়ার হয়েছে এই পোস্টে। লাইক, কমেন্টও হয়েছে বহু । কেউ কেউ লিখেছেন এই তালিকায় অটো এবং বাস চালকদের নাম ঢোকাতে, কারণ তাঁরাই নাকি সবথেকে বেশি আইন ভাঙেন। কেউ কেউ কলকাতা পুলিশের ক্রিয়েটিভিটির প্রশংসাও করেছেন।
এক ব্যক্তি লেখেন, 'সেরা পোস্ট। একটু সুন্দর আর্ট ওয়ার্ক হলে ভালো হত।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই প্রথমবার পোস্ট পরে মজা পেলাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কলকাতা পুলিশ গট নো চিল ব্রো!'
আরও পড়ুন: ভোজপুরির সঙ্গে বাঙালি পঞ্জাবি গানে মত্ত! ক্ষুব্ধ রানা সরকার লিখলেন, 'বাংলা গানের কি অভাব?'
আপনার কী মত এই পোস্ট নিয়ে?