
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
খরাজ মুখোপাধ্যায়, অভিনয় জগতের এই নামটার সঙ্গে যথেষ্ঠ পরিচিত বাংলার সিনেপ্রেমীরা। বারবার তাঁর সাবলীল অভিনয় মন জয় করেছে দর্শকদের। চরিত্রাভিনেতাদের মধ্যে খরাজ মুখোপাধ্যায়ের নাম অন্যতম। তবে শুধুই বাংলা নয়, ইতিমধ্যেই হিন্দি ছবিতেও কাজ করে ফেলেছেন খরাজ। তাঁকে দেখা গিয়েছে ভুল ভুলাইয়া-৩, জলিএলএলবি ৩-র মতো ছবিতে। আর এবার ভোজপুরী ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিতে চলেছেন খরাজ।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। খরাজ মুখোপাধ্যায় এই সময়কে বলেন, 'প্রথমবার ভোজপুরী ছবিতে কাজ করলাম। সদ্যই শ্যুটিং শেষ করে ফিরেছি। এখনও ডাবিংয়ের কাজ বাকি।' তিনি জানান, তাঁর সঙ্গে এই ছবিতে লাবনী সরকার, দর্শনা বণিকও রয়েছেন। খরাজ মুখোপাধ্যায়ের সেই ভোজপুরী ছবির নাম 'কল্লু কা বিয়াহ'। ছবির নায়ক ভোজপুরী অভিনেতা অরবিন্দ আকেলা কল্লু। আর ছবির পরিচালক মহেশ। ছবিতে রয়েছেন মুম্বইয়ের শিল্পী দয়াশঙ্কর পাণ্ডে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি জামশেদপুরে শ্যুটিংয়ে যাওয়ার সময় লাইভ ভিডিয়ো পোস্ট করেছিলেন খরাজ। তাঁর সেই পোস্ট থেকে জানা গিয়েছিল, ‘কাল্লু কা বিয়াহ’ ছবিতে তাঁর মেয়ে হয়েছেন দর্শনা বনিক আর জামাই - অরবিন্দ আকেলা কাল্লু , গিন্নি- লাবনি সরকার, বেয়াই মশাইয়ের চরিত্রে- দয়াশঙ্কর পান্ডে।
আরও পড়ুন-পিয়ার পোস্টের কমেন্টে অনুপম-প্রশ্মিতার ছবি, বেজায় রেগে গিয়ে কী লিখলেন গায়কের প্রাক্তন?
ভোজপুরী ছবিতে প্রথম কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে খরাজ এই সময়কে বলেন, সবাই মিলে তাঁরা কাজ করেছেন। অভিজ্ঞতাও ভালো। পরিচালকেরও প্রশংসা করেন তিনি। তবে সমস্যাও যে কিছু হয়নি তা নয়। খরাজ জানান, যে সমস্যা ছিল, সেটা ইউনিটের। শ্যুটিং লোকেশন ঠিক না করেই কল টাইম দিয়ে দেওয়া হয়। সেকারণেই নাকি অনেকটা সময় নষ্ট হয়েছে। এছাড়াও আরও কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবিষয়ে হিরোর সঙ্গেও কথা হয়েছে তাঁর। তবে খরাজ সাফ জানান, সমস্যা যেটা হয়েছে সেটা ভোজপুরী ইন্ডাস্ট্রির নয়, সমস্যাটা হয় কাজ না সাজিয়ে পরিচালকের কাজে নেমে পড়ার জন্য। আর তাতেই ভুগতে হয় তাঁদের।
হিন্দিতে ছবিতে কাজ নিয়ে প্রশ্ন করায় খরাজ সাফ জানান, 'আমি সেই দলে পড়ি না যে হিন্দিতে কাজের সুযোগ পেলেই বিনা পারিশ্রমিকে করবেন।' বলেন তিনি তাঁর প্রাপ্যটা সবসময়ই বুঝে নেবেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ও হিন্দি ছবির পার্থক্য তিনি করেন না। তাঁর কথায়, বাংলায় যে ছবিটা হিট হয়, সেটা হিন্দিতেও তৈরি হয়। তবে খরাজের কথায়,বাংলায় তাঁকে যে সম্মান দেওয়া হয়, সেটা অন্যত্র পেলে তবেই তিনি সেখানে কাজ করবেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports