
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে দর্শকমহলে উন্মাদনার শেষ নেই। রিয়ালিটি শো-এর মঞ্চে প্রতিযোগী শিল্প বিজেতা। বিহারের হাভেলি খড়গপুরের বাসিন্দা তিনি। গৃহবধূ শিল্প ঘরের কাজে যেমনি নিপুণা তেমনি তাঁর বুদ্ধিতে হতবাক বিগ বি। তাঁর মুখে GST-র নতুন অর্থ হু হু করে ভাইরাল নেটদুনিয়ায়।
সোনি চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, হটসিটে বসে প্রতিযোগী শিল্প বিজেতা অমিতাভ বচ্চনের কাছে ফাঁস করেছেন, বাড়িতে রেগে গেলেই স্বামীর উপর GST চাপিয়ে দেন তিনি। এটা শুনে খানিক ভ্রু কুচকে ফেলেন অমিতাভ। এরপরই এই GST-এর পূর্ণ রূপ বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘ঘর সার্ভিস ট্যাক্স’।
তখনই বিগ বি-এর প্রশ্ন, ওই ফাইন ওঁকে দিতে হয় তো? প্রতিযোগীর মন্তব্য, তাঁর স্বামী দিতে রাজি হয় না। তবে স্বামীর সমস্ত UPI, পাসওয়ার্স তিনি জানেন। তাই সঙ্গে সঙ্গে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন।
আরও পড়ুন: 'ভীষণ হাসিখুশি প্রাণবন্ত মেয়ে..', ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোকস্তব্ধ রচনা
এরপরই বিগ বি দর্শকাসনে বসা শিল্প বিজেতার স্বামীর দিকে তাকিয়ে হাত জোড় করে বলেন, ‘প্রণাম জানাই আপনাকে’। দর্শকাসনে থাকা সকলে হো হো করে হেসে ওঠেন। এই গৃহবধূর মুখে GST-এর নতুন অর্থ শুনে হু হু করে ভাইরাল প্রোমো।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports