‘সত্যপ্রেম কী কথা’ ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখতেই মুম্বইয়ের জুহুতে নতুন বাড়ি কিনলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ১৭.৫০ কোটি টাকা দিয়ে তিনি এই অ্যাপার্টমেন্টেটি কিনলেন। ইনডেক্স ট্যাপ ডট কম থেকে পাওয়া ডকুমেন্ট থেকে জানা গিয়েছে তাঁর এই ফ্ল্যাট কেনার বিষয়টা। একই সঙ্গে সেটার দাম বা রেজিস্ট্রি করতে কত টাকা লেগেছে সেই সব তথ্য প্রকাশ্যে এসেছে।এই অ্যাপার্টমেন্টের ট্রান্সফার ডিডে দেখা গিয়েছে তাতে ১.০৫ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি লেগেছে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য এই অর্থ দিতে হয়েছে। ৩০ জুন এই অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশন করা হয় বলেই খবর।মুম্বইয়ের জুহুর সিদ্ধি বিনায়ক বিল্ডিংয়ে এই অ্যাপার্টমেন্ট অবস্থিত বলেই শোনা গিয়েছে। ১৯১৬ স্কোয়ার ফুট এরিয়া আছে এই ফ্ল্যাটের।দেখতে দেখতে বলিউডে ১২ বছর কাটিয়ে ফেললেন কার্তিক আরিয়ান। ২০১১ সালে লাভ রঞ্জনের ছবি ‘পেয়ার কা পাঞ্চনামা’র মাধ্যমে তিনি ডেবিউ সেরেছিলেন। তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি হল ‘সত্যপ্রেম কী কথা’। এখানে তাঁর সঙ্গে কিয়ারা আডবানিকে দেখা যাচ্ছে। আদ্যোপান্ত রোম্যান্টিক ঘরানার ছবি এটা, সঙ্গে আছে সোশ্যাল মেসেজের টাচ। লক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পাচ্ছে এই ছবি।২০২৩ সালের জানুয়ারি মাসে কার্তিকের মা মালা তিওয়ারি শাহিদ কাপুরের থেকে ৩৬৮১ স্কোয়ার ফুট এরিয়ার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া নেন। সেই বাড়ির মাসিক ভাড়া ছিল ৭.৫ লাখ টাকা। আর প্রথমভাবে ৩৬ মাসের জন্য ৪৫ লাখ টাকা ডিপোজিট করতে হয়েছিল। তার কয়েক মাসের মধ্যেই কার্তিক এই ফ্ল্যাট কিনলেন।তবে একা কার্তিক নন, কিছু মাস আগে কাজল মুম্বইতে আরও একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এপ্রিল মাসে তিনি সেই ফ্ল্যাট কেনেন। কাজল এপ্রিলে ২৪৯৩ স্কোয়ার ফিটের সেই ফ্ল্যাট ১৬.৫০ কোটি টাকার বিনিময়ে কিনেছিলেন।