সম্প্রতি, মুক্তি পাওয়া ভিকি কৌশলে ছবি 'জারা হটকে জারা বাঁচকে' হিট। আর তাই কি এবার ভিকির সঙ্গে জুটি বাঁধার পরিকল্পনা করছেন করণ জোহর! হ্যাঁ, এবার সেটাই ঘটতে চলেছে। ধর্মা প্রোডাকশনের পরবর্তী ছবিতে ভিকিকে নেওয়ার কথা নিজেই ঘোষণা করলেন করণ।
২০২৪-এ ফেব্রুয়ারি আনন্দ তিওয়ারির পরিচালনায় ধর্মা প্রোডাকশনের নতুন ছবি আসছে। যে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন ভিকি কৌশল। থাকছেন অ্যামি ভ্রিক, ও তৃপ্তি দিমরি। একটি পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন করণ জোহর। ছবির ক্যাপশানে লিখেছেন বেশকিছু কথা।
করণ লিখেছেন, 'একটি ছবি যা বিভিন্ন কারণে আমার হৃদয়ের খুব কাছের। বিন্দ্রা অমৃত পাল (আমার কাছের প্রযোজক এবং পরিবার) শুধুমাত্র বিষয়বস্তু এবং প্রতিভার জোরে উনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমি গর্বিত যে উনি কীভাবে সুন্দর এবং সৃজনশীল একটি সংস্থা তৈরি করেছেন। যে কোম্পানিটি স্বচ্ছভাবে ব্যবসা করতে এসেছে। আনন্দ তিওয়ারি, যিনি কিনা এই ছবির অংশীদার এবং আমাদের সিনেমা দুনিয়ার এবং এই শহরের সবথেকে মজার এবং সোনালী হৃদয়ের মানুষ! তার ছবি প্রাচুর্যের সঙ্গে প্রতিফলিত হয়। ভিকি কৌশলের-এর সঙ্গেও যুক্ত হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। যাঁকে আমি শুধু একজন শিল্পী হিসেবেই নয়, মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবেও দেখি! আমিও আবার একদিন ওঁর ছবি পরিচালনা করতে চাই।...আমাদের লাস্ট স্টোরিজে তো বিস্ফোরণ হয়েছিল! অ্যামি ভ্রিককেও একজন শৈল্পিকতার পাওয়ার হাউস বলা যায়! তাঁর জন্য রইল ভালবাসা! এবং আমার প্রিয় তৃপ্তি দিমরি যিনি প্রথমবারের মতো একটি বাণিজ্যিক ছবিতে কাজ করছেন। ওঁর জমকালো উপস্থিতি ছবির স্পন্দন বাড়িয়ে দেবে! তিনি দারুণ!
আরও পড়ুন-সৃজিতকে নিয়ে হেডলাইন করবেন না প্লিজ, আমার কাজ নিয়ে করুন: মিথিলা
করণ আরও লিখেছেন, অপূর্ব এবং লিও মিডিয়া কলেক্টিভের সঙ্গে একাধিক সিনেমা তৈরি করতে পেরে ধন্য। এখনও আরও অনেক ছবি বাকি বন্ধুরা।….একটা বিনোদনমূলক ছবির কথা ঘোষণা করার জন্য আর অপেক্ষা করতে পারি না! এই ছবিতে সহযোগিতার জন্য প্রাইমভিডিওকে আমাদের টিম এবং পরিবারের তরফে আন্তরিক কৃতজ্ঞতা। আরো কিছু জানতে ধর্মা মুভি এবং সারেগামাপা অফিসিয়ালসের পেজ অনুসরণ করুন।'
এই পোস্টের প্রতিক্রিয়ায় ভিকি কৌশল লিখেছেন, ‘অনেক ভালোবাসা আর বিনোদন নিয়ে আমরা আসছি ২০২৪-এর ২৩ ফেব্রুয়ারি।’