কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের চর্চা যেন থেমেও থামছে না! হাঁটুর বয়সী শ্রীময়ীর সঙ্গে পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছিলেন কাঞ্চন মল্লিক। কিন্তু দ্বিতীয় বিয়ের ভাঙতেই শ্রীময়ীর সঙ্গে ফের নতুন শুরু করেছেন অভিনেতা। গত ১৪ই ফেব্রুয়ারি সই-সাবুদ করে ২৬ বছরের শ্রীময়ীকে বিয়ে করেছেন ৫৩-র কাঞ্চন মল্লিক।
কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের আলোচনার ফাঁকে বারবার ঘুরে ফিরে এসেছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিনেত্রী পিঙ্কি কাঞ্চনের প্রাক্তন স্ত্রী। বর্তমানে পিঙ্কির উপলব্ধি বিবাহবিচ্ছন্ন পুরুষকে বিয়ে করে ভুল করেছিলেন তিনি, আরও সময় নেওয়া দরকার ছিল। কাঞ্চনের প্রথম স্ত্রী, অনিন্দিতা দাসও ইন্ডাস্ট্রির মানুষ। অভিনয় করেন টেলিভিশনের পর্দায়।
কাঞ্চনের ফ্যান-গার্ল ছিলেন অনিন্দিতা। কাঞ্চনের সঞ্চালনায় ‘জনতা এক্সপ্রেস’ দেখেই প্রেমে পড়েন। তারপর বিয়ে। কিন্তু টেকনি সংসার। ২০০৮ সাল নাগাদই দূরত্ব তৈরি হয় দাম্পত্যে। ২০১০ সালে আইনত আলাদা হন তাঁরা। কাঞ্চন তিন নম্বর বিয়ে সেরে ফেলেও ১৪ বছর ধরে একা অনিন্দিতা। এবার কি তাঁর জীবনেও উঁকি দিচ্ছে নতুন প্রেম?
দিন কয়েক আগে এক পুরুষ বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনিন্দিতা। সেখানেই মন্তব্যের বন্যা। কেউ অভিনন্দন জানান তো কেউ আগামির শুভেচ্ছা। আসলে একান্তযাপনের সেই ছবির ক্যাপশনে অনিন্দিতা লিখেছিলেন, ‘You make me laugh’ (তুমি আমার হাসির কারণ)। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। যা দেখে অনেকেই মনে করেন রোম্যান্টিক সম্পর্কে রয়েছেন দুজনে।
যদিও সেই জল্পনা উড়িয়ে দেন অনিন্দিতা। তিনি স্পষ্ট জানান, সায়ন কর্মকার তাঁর ভালো বন্ধু। অভিনেত্রী লেখেন, ‘আমরা শুধুই বন্ধু। ভালো বন্ধু। এখানে কোনও আগামী নেই…’। অনিন্দিতার সেই বন্ধু পেশায় সাংবাদিক।

আপাতত অতীত ভুলে নিজের পরিবার এবং পোষ্য বিড়ালদের নিয়েই অনিন্দিতার জীবন। ডিভোর্সের পর গত ১৪ বছরের অতীতের দিকে ফিরিয়েও তাকাননি অনিন্দিতা। কাঞ্চনের তৃতীয় বিয়ের খবর সামনে আসার পর অভিনেত্রী টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন, ‘কোনও একটা মানুষের সঙ্গে আমার একটা সময় বিয়ে হয় এবং তা ভেঙে যায় মানে এটা নয় যে, আমি বর্তমানে তাঁর জীবন নিয়ে আগ্রহী হব। কিংবা আমি কোনও বক্তব্য রাখব।’
তবে কাঞ্চনের প্রতি কোনও ক্ষোভ নেই তাঁর। কোনও অনুভূতিই নেই। সরাসরি জানান, ‘মানুষটাই তো নেই আমার জীবনে। পাশের বাড়ির পচাদা-র প্রতি কি আমার অনুভূতি থাকবে… আমি বর্তমানকে ঘিরে বাঁচি’।
আপাতত তুমি আশে পাশ থাকলে ধারাবাহিকে নায়িকা অর্থাৎ অঙ্গনার মায়ের চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। কাজ নিয়েই এগিয়ে যেতে চান। কাঞ্চন তাঁর জীবনের ক্লোজড চ্যাপ্টার।