প্রথমে প্রেম, তারপর বিয়ে, কাঞ্চন ও শ্রীময়ীর প্রেম কাহিনী কোনও রূপকথার থেকে কম কিছু নয়। বিতর্ক, উপহাস সবকিছুকে পেছনে ফেলে দিয়ে আজ একমাত্র মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন এই তারকা জুটি। কাজের পাশাপাশি স্ত্রী এবং মেয়েকে বুকে আগলে রাখেন কাঞ্চন।
কাঞ্চনের থেকে শ্রীময়ী ২৭ বছরের ছোট, খুব স্বাভাবিক ভাবেই এই বয়সের ব্যবধান চোখে পড়ে সকলের। অন্যদিকে শ্রীময়ী আবার কাঞ্চনের তৃতীয় স্ত্রী, সবমিলিয়ে খুব স্বাভাবিকভাবেই এই বিয়ে ভালো চোখে দেখেননি কেউ। যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ কাঞ্চন-শ্রীময়ী কেউই।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যেই আদুরে পোস্ট করেন কাঞ্চন। মেয়েকে নিয়েও ছবি পোস্ট করেন তিনি। এবার স্ত্রীর জন্মদিনে একটি আবেগঘন বার্তা দিতে শোনা গেল কাঞ্চন মল্লিককে। ৩০ জুন স্ত্রীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে কী বললেন কাঞ্চন?
কাঞ্চন যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে বেশ কয়েকটি ছবি একসঙ্গে পোস্ট করা হয়েছে ভিডিয়োর আকারে। বিয়ে থেকে শুরু করে হানিমুন, গত ১ বছরের সুখের দাম্পত্য জীবনের ছোঁয়া আপনি পাবেন এই ভিডিয়ো দেখলে।
ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাওয়া যাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘রব নে বানা দি জোড়ি’ ছবির গান এবং নেপথ্যে রয়েছে কাঞ্চনের কিছু কথা। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাঞ্চনকে বলতে শোনা যাচ্ছে, কখনও তোমার ভালোবাসা মাখা আদর, কখনও তোমার আগলে রাখা শাসন, কখনও তোমার স্নেহ মাখা মুখে অভিমানের ঝলক, আমায় ঘিরে তোমার প্রতিদিনের নানা রূপ বারবার পরিপূর্ণ করে চলেছে আমাকে।
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
কাঞ্চন বলেন, এভাবেই থেকো, ভালোবাসায় ঘিরে রেখো। আমার বর্তমান ভবিষ্যৎ আগামী, প্রত্যেক জন্মে শুধু তোমাকেই চাই। এভাবেই তোমার কৃষভি আমাদের জীবন আলো করে থাকুক, এইভাবেই যেন চলুক সবকিছু। নাই বা মিলুক দুনিয়ার সঙ্গে তাল, নাই বা হোক সবকিছু চেনা পথে, শুধু ভালোবাসা ঘিরে থাকুক প্রতিটি মুহূর্তে, আমাদের প্রত্যেক ছবিতে, তোমাকে অনেক অনেক ভালোবাসা। শুভ জন্মদিন শ্রীময়ী।