মার্চ মাসের শেষে মার্চের শেষেই কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী কাজল। রণিত রায়ের সঙ্গে এবারে করছেন স্ক্রিন শেয়ার। কখনও শান্তিনিকেতন, কখনও দক্ষিণেশ্বর, বাংলার ইতিউঁতি দেখা মিলছে অভিনেত্রীর। আর এবার ক্যামেরাবন্দি হলেন পার্কস্ট্রিটে। পরে আছেন গোলাপি রঙের লং ড্রেস, চোখে সাদা ফ্রেমের সানগ্লাস। চারদিকে স্পটবয়, নিরাপত্তা রক্ষায় মোতায়েন পুলিশও। এমনিতেই, শান্তিনিকেতন-বর্ধমানে বাঙালি কাজলকে দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।
শনিবার বেলার দিকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল কাজলকে। শুক্রবারই কলকাতা এসেছিলেন অভিনেত্রী ও কাজলের মা তনুজা ও ছেলে যুগ। তখনও শান্তিনিকেতনে শ্যুট চলছে অজয়-পত্নীর। কটনের আনারকলি কুর্তা আর দোপাট্টা পরে গঙ্গা পারে ভবতারিণীর দর্শন করলেন কাজল। তনুজা মন্দির থেকে বেরিয়ে আসছিলেন একটি হুইলচেয়ারে। সাদা রঙের স্যুট এবং রঙিন ওড়না ছিল তাঁর গায়ে। প্রায় মিনিট কুড়ি মন্দিরের মধ্যে ছিলেন তাঁরা। আর যুগ পরেছিল নীল জিন্স আর সাদা টিশার্ট।
আরও পড়ুন: ‘বুম্বাদা আমায় প্রস্তাব দিয়েছে…’, ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি নিয়ে ফের সরব শ্রীলেখা
আরও পড়ুন: চেরা ভ্রু, নতুন হেয়ারস্টাইল! কত খরচ করেছেন বিরাট তাঁর IPL লুকের জন্য, খোলসা করল হেয়ারড্রেসার

‘মা’-এর শ্যুটিং চলছে কলকাতায়। বর্ধমানের রাজবাড়িতেও হয়েছে কাজ। এছাড়াও বর্ধমানের কিছু গ্রাম, আউশগ্রামের জঙ্গল সবই এই সিনেমার শ্যুটিং স্পট। যে রাজবাড়িতে শ্যুটিং হয়েছে, সেটি ৪০০ বছরের পুরনো। বর্ধমানের রাজার দেওয়ান পরমানন্দ রায়ের বাড়ি এটি। একসময় সেই পরমানন্দ রায়ের হাতেই আসে কাঁকসার একাংশের জমিদারিত্ব। আর তখনই জঙ্গল কেটে তৈরি হয়েছিল এই বিশাল বাড়ি। সাতমহলা এই বাড়ি ৪০০ বছরের পুরনো। কালিকাপুর রাজবাড়ি হিসাবেই পরিচিত এটি।মা-এর পরিচালনা করছেন বিশাল ফুরিয়া। ছবির প্রযোজনা করছেন অজয় দেবগন। এটি একটি ভূতের সিনেমা বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: বিখ্যাত রেস্তোরাঁর রেড রাইস-বাঁশপোড়া মটন, স্বাদ নিলেন সৌরভ দাদাগিরিতে, দাম কত খাবারটির?
কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই সহ-অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। অজয় দেবগনের বাড়ির ছাদে ঘুরেছিলেন সাত পাক। তারপর কমিয়ে দিয়েছিলেন সিনেমার কাজ। তবে গত কয়েকবছরে একেবারে ফাটিয়ে কাজ করছেন। একাধিক জঁ-এর চরিত্রে চলছে পরীক্ষা-নিরীক্ষা। তা সে সালাম ভেঙ্কি হোক বা লাস্ট স্টোরিজ ২। মা ছাড়াও হাতে রয়েছে সরজমিন ও দো পত্তি। কদিন আগে যিশু সেনগুপ্তর সঙ্গে ট্রায়াল সিরিজেও দেখা মিলেছিল কাজলের।