কাজলকে ইব্রাহিম আলি খান এবং পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘সরজমিন’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে কাজল প্রথমবারের মতো ইব্রাহিমের সঙ্গে কাজ করছেন। এর আগে, কাজল ইব্রাহিমের বাবা সইফ আলি খানের সঙ্গে কাজ করেছেন, তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলকে বাবা এবং ছেলের মধ্যে পার্থক্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি যা বলেছিলেন, তা জেনে নিন।
আরও পড়ুন: সায়ন্ত অতীত, দেবচন্দ্রিমার জীবনে নতুন শুরু! 'আমার আত্মার টুকরো…' লিখলেন নায়িকা
কাজল কী বলেন?
স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘ক্যামেরা বাবা এবং ছেলে উভয়কেই ভালোবাসে। ইব্রাহিম দেখতে খুব সুন্দর এবং ওঁর সম্পর্কে বেশি কিছু বলার দরকার নেই। ও জীবনে খুব গোছানো। কিন্তু ও সইফের থেকে বেশি শান্ত। আমি অনেক বছর ধরে সইফকে দেখছি। ও খুব ভালো, এখন উজ্জ্বল নক্ষত্র। তবে ইব্রাহিমও খুব ভালো করবে।’
আরও পড়ুন: 'স্বর্গীয় অনুভূতি…', পুরীতে বিনীদিনী লুকে শ্যুটিংয়ের মাঝেই মহাপ্রভু বেশ প্রসঙ্গে আবেগপ্রবণ শুভশ্রী
পরিচালক কায়োজ ইরানি বলেন, 'যখন আমি আর ইব্রাহিম প্রথমবার সেটে দেখা করি, তখন আমরা অনেক পরিশ্রম করেছিলাম। প্রস্তুতির জন্য আমরা ওঁকে ৬ মাস সময় দিয়েছিলাম। ও যে ভাবে তখন নিজের উপর কাজ করেছিল তাতে আমি খুবই খুশি হয়েছিলাম। ও খুব ভালো ছেলে, আর ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি। আমার মনে হয় ও এই কাজের জন্যই তৈরি।'
আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ হয়নি, আমার কথা বাদ দেওয়া হয়েছে…', দেবলীনার ‘চণ্ডালিকা’ নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার
পরিচালক হিসেবে বোমানের ছেলের প্রথম ছবি
প্রসঙ্গত, এটা পরিচালক হিসেবে কাজয়ের প্রথম ছবি। কাজয় হলেন বোমান ইরানির ছেলে। ফিল্মি ব্যাকগ্রাউন্ড আছে এমন পরিবার থেকে আসা মানুষদের কাছ থেকে প্রত্যাশা সম্পর্কে কাজয় বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি থাকে দর্শকদের। দর্শকরা তাঁকে দেখার জন্য তাঁদের সময় এবং অর্থ ব্যয় করেন, তাই তাঁরও উচিত সেই ভাবেই নিজেকে মেলে ধরা। আমিও ফিল্মি ব্যাকগ্রাউন্ড আছে এমন পরিবারের সদস্য, কিন্তু তাতে আমাদের পরিশ্রম কিছু কমে যায় না, বরং আমাদের ১০০০ শতাংশ কঠোর পরিশ্রম করতে হয়।’
আরও পড়ুন: 'আমি ভাঙব না…', সায়কের দাদার সঙ্গে বিয়ে ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতার
কাজল বলেন, ' এখন আসলে সবাই খুব দ্রুত বিচার করে ফেলেন, কেউ ফিল্ম পরিবারের হোক বা না হোক। এই মুহূর্তে, যাঁরা পর্দায় আসছেন, তাঁদেরই সমালোচনার জন্য প্রস্তুত থাকা উচিত। সিনেমায় সই করার সময় থেকে এই বিষয়টা নিয়ে প্রস্তুত থাকা উচিত।'