Durga Puja 2023: অঞ্জলি দেওয়ার আগে দুর্গাপুজো মণ্ডপ থেকে পড়ে গেলেন কাজল, অল্পের জন্য…
1 মিনিটে পড়ুন Updated: 21 Oct 2023, 04:16 PM ISTকাজল অঞ্জলি দেওয়ার ঠিক আগেই ঘটে বিপত্তি। ফোনে চোখ রেখেই মঞ্চে হাঁটছিলেন কাজল। মঞ্চের শেষ ধাপটি খেয়াল করেননি। একটু হলেই হুমড়ি খেয়ে পড়তেন কাজল। তবে মঞ্চ থেকে পড়ে গেলেও সেভাবে বড় কিছু ঘটেনি। এক নিরাপত্তাকর্মী এবং কাজলের বোন তানিশা এসে তাঁকে ধরে ফেলেন। তবে কাজলের হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায়।
মহাসপ্তমীতে দুর্গামঞ্চ থেকে পড়েই গেলেন কাজল!