‘পাঠান’ জ্বর এখনও পুরোপুরি কাটেনি। তার আগেই আসছে, আবার এক ঝড়। ‘জওয়ান’। মুক্তি আগামী মাসের ৭ তারিখ। অপেক্ষা আর ৯ দিনের। সেই অপেক্ষার মধ্যে ‘জওয়ান’ দেখার খিদে অনুরাগীদের মধ্যে বাড়িয়ে দিতে কোনও কসুর করছেন না কিং খান। সব রকম ভাবে প্রচার করছেন ছবির। সেই লক্ষ্যেই মঙ্গলবার দুপুরে মুক্তি পেল এই ছবির গান ‘তা তা থাইয়া’।
(আরও পড়ুন: ‘জওয়ান’ নিয়ে অনুরাগী চাইলেন আর একটু আভাস! শাহরুখ বললেন, একটাই শব্দ বেরিয়ে আসে)
(আরও পড়ুন: নির্দিষ্ট কিছু হলে চালু জওয়ানের অ্যাডভান্স বুকিং, মুহূর্তেই বিক্রি সব টিকিট, 'এটা সবে শুরু' মত ভক্তদের)
গত কয়েক দিন ধরেই এই ছবির গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ছিল। শাহরুখ নিজেই সেই পারদ কয়েক পর্দা বাড়িয়ে দিয়েছিলেন। তিনি গতকাল অর্থাৎ সোমবারই সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নট রামাইয়া বাস্তাবাইয়া’। তার সঙ্গে লেখেন পুরো গানটি আগামিকাল সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাবে। তখনও পর্যন্ত কেউই জানতেন না, এই গানের নাম কী।
(আরও পড়ুন: ‘আমাকে ভালোবাসার জন্য সলমনকে….’, ভাইজানের ন্যাড়া লুক নিয়ে মুখ খুললেন ‘জওয়ান’ শাহরুখ)
(আরও পড়ুন: ‘আমি নিজের সমস্যই মেটাতে পারছি না, আপনাদের বউদের সমস্যা আমার উপর কেন চাপাচ্ছেন!’ অনুরাগীকে বললেন শাহরুখ)
কথা মতোই মঙ্গলবার মুক্তি পেল ‘জওয়ান’-এর নতুন গান। এর নাম ‘তা তা থাইয়া’। জওয়ানের তা তা থাইয়ে। তার সঙ্গে পা মেলাচ্ছেন অবশ্যই ছবির হিরো। আর সঙ্গে তাল মেলাচ্ছেন তাঁর অনুরাগীরা। মুহূর্তে ভাইরাল হয়ে গেল এই গানটি। শাহরুখ ইনস্টাগ্রামে গানটির ভিডিয়ো প্রকাশের সঙ্গে সঙ্গে আসতে শুরু করল মন্তব্যের ঝড়।
(আরও পড়ুন: বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফায় ট্রেলার লঞ্চ! দিনক্ষণ জানালেন ‘জওয়ান’ শাহরুখ)
কী বলছেন অনুরাগীরা? তাঁদের এক এক জনের এক এক রকম চাহিদা। কেউ বলছেন, ‘এটা দেখার অপেক্ষাতেই ছিলাম।’ কেউ বলছেন, ‘আরে বাপ রে, এখনও ৯ দিন বাকি! এতগুলো দিন কাটবে কী করে?’ সব মিলিয়ে ‘তা তা থাইয়া’য় বেশ জমে উঠেছে সোশ্যাল মিডিয়া। শুধুমাত্র হিন্দি নয়, তামিল এবং তেলুগু ভাষাতেও গানটি আলাদা করে রেকর্ড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল সেগুলিও।
এই ছবি নিয়ে গোটা বিশ্বে শাহরুখ ভক্তদের মধ্য়ে উন্মাদনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। ‘পাঠান’-এর পর শাহরুখের এই ছবিও বক্স অফিসে ঝড় তুলবে আশাবাদী বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব-সহ আন্তর্জাতিক ক্ষেত্রে কিং খানের সিনেমার প্রি বুকিং শুরু হতেই টিকিট নিমেষে শেষ। মার্কিন যুক্তরাষ্ট্রে জওয়ানের ১.২ কোটির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। বাংলাদেশের অনুরাগীদের জন্যও সুখবর আছে। জানা যাচ্ছে, একই দিনে অর্থাৎ ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশেও মুক্তি পাবে ‘জওয়ান’।