
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জগদ্ধাত্রী ধারাবাহিকে টানটান মোড় হাজির। জ্যাস সান্যাল এবং স্বয়ম্ভু গুটিয়ে এনেছে তদন্তের জাল। এবার কি ধরা পড়বে সেই খুনিরা যাঁরা জগদ্ধাত্রী এবং কৌশিকীকে মারতে চেয়েছিল?
জগদ্ধাত্রী ধারাবাহিকে এবার হবে অ্যাকশন রিপ্লে। যে রিসোর্টে জগদ্ধাত্রী এবং কৌশিকীকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানেই এবার ফিরে যাবে সবাই। চলবে গোটা ঘটনার পুনরাবৃত্তি। উপল মৈত্রর উপস্থিতি এবং জগদ্ধাত্রীর সুনিপুণ প্ল্যান কি কাজে দেবে অবশেষে? ধরবে পড়বে আসল খুনি? গোটা ধারাবাহিকের মোড় এবার সেদিকেই ঘুরে গিয়েছে। চলছে একেবারে টানটান রুদ্ধশ্বাস পর্ব। উপল মৈত্রকে একের পর এক কঠিন প্রশ্ন করে সত্য বের করে আনতে প্রস্তুত জগদ্ধাত্রী। কিন্তু আদতে কী ঘটবে সেই রিসোর্টে?
ইতিমধ্যেই এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে দুই নতুন চরিত্র। উপল মিত্রের চরিত্রে দেখা যাচ্ছে সুজননীল মুখোপাধ্যায়কে। অন্যদিকে নতুন আরেকটি চরিত্রে দেখা যাচ্ছে দেবলীনা দত্তকে। এই নতুন সমস্ত চরিত্রদের সঙ্গে নিয়ে কী করে জ্যাস দোষীদের ধরে এবং শাস্তি দেয় সেটাই দেখার পালা।
বর্তমানে এই ধারাবাহিকে দেখা গিয়েছে জ্যাস প্রকাশ্যে এসেছে। তাকে দেখে একপ্রকার ভূত দেখার মতো চমকে উঠেছে তার পরিবার। কৌশিকীকে তার আসন ফিরিয়ে দিয়ে দোষীদের তুলে নিয়ে গেছে সে। এবার নাটকের শেষ অঙ্ক। জানা যাবে সেই রাতে আসলে কে বা কারা জগদ্ধাত্রী এবং কৌশিকীকে হত্যা করতে চেয়েছিল।
আরও পড়ুন: বামপন্থীদের অপমানে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে চান কবীর সুমন! লিখলেন, 'ওঁরা আমায় গানওয়ালা বলে...'
প্রসঙ্গত জগদ্ধাত্রী ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা সাতটা নাগাদ জি বাংলায় সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। অন্যান্য ভূমিকায় আছেন রূপসা চক্রবর্তী, কাঞ্চনা মৈত্র, ত্বরিতা চট্টোপাধ্যায়, প্রমুখ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports