নিজের সম্পর্কে নেতিবাচক খবর কানে এলে, যে কোনও মানুষের মন খারাপ হয়ে যায়। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও ব্যতীত নন। কিন্তু নিজের বিষয় খারাপ কিছু শুনলে কীভাবে সেগুলির সঙ্গে লড়াই করেন নায়িকা? কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত খবর নিয়েই বিশেষ করে প্রতিক্রিয়া জ্যাকলিনের। নেতিবাচক জিনিসে বিরক্তি বোধ করেন তিনি, জানিয়েছেন নায়িকা।
ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে শ্রীলঙ্কান সুন্দরীর সম্পর্কের কথা কারও অজানা নয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার তলব করেছে জ্যাকলিনকে। আর্থিক তথরুপের মামলায় জেলবন্দি সুকেশ। যদিও জ্যাকুলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন।
সুকেশের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নায়িকার ছবি ভাইরাল হওয়ার পর জ্যাকলিন বলেন, ‘আমি বর্তমানে খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত আমার বন্ধু এবং ভক্তরা আমাকে এটির মধ্য দিয়ে দেখতে পাবে। এই বিশ্বাস নিয়েই আমি আমার সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব আমার এই ধরনের ব্যক্তিগত এবং গোপনীয় ছবি নিয়ে যেন তারা প্রচার না করে।’
আরও পড়ুন: দুই মেয়ের সঙ্গে মলদ্বীপে সমুদ্রকে উপভোগ! স্নরকেলিংয়ে মজে মোদীর প্রেমিকা সুস্মিতা
সম্প্রতি একটি সাক্ষাত্কারে, জ্যাকলিন সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর এবং মন্তব্য সম্পর্কে মুখ খুলেছেন। Mashable India-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মানুষ হিসেবে আমরা চাই মানুষ আমাদের পছন্দ করুক। এটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে অপছন্দ করে, আপনি সেই বিষয় বিরক্ত বোধ করেন। আমি কি দোষ করেছি? একজন সেলিব্রেটি হিসেবে আপনি বিখ্যাত, যখন কেউ আপনাকে অপছন্দ করে, তখন সেইটা হাজার গুণ বেশি ছড়ায়। আমি মনে করি সবচেয়ে কঠিন অংশ হল বুঝে ওঠা এবং মেনে নেওয়া এই কাজে। আপনাকে এই সত্যির মুখোমুখি হতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না। তারা আপনার প্রতি কঠিন হবে। আপনাকে তা গ্রহণ করতে হবে। একবার আপনাকে মেনে নিতে হবে, তবেই আপনি জীবনে ফিরে যেতে পারেন বেশ স্বাধীনভাবে। জীবন যেমন চলছে ঠিক আছে।’