প্রথম ধাপে ছিল আমির-সইফ-অক্ষয়রা। দ্বিতীয়বারে গাড়ির স্টিয়ারিং ছিল হৃতিক-ফারহান-অভয়দের হাতে। এবারে থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট। 'রোড ট্রিপ' এর উপর ভিত্তি করে আসছে ফের নতুন সিনেমা। মেয়েদের রোড ট্রিপের গল্প উঠে আসবে সেই ছবিতে। আরও তিন বন্ধুর গল্প বলতে আসছেন পরিচালক ফারহান আখতার। ছবির নাম ‘জি লে জারা’।
ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া আর আলিয়া ভট্ট-কে একসঙ্গে একফ্রেমে দেখতে পাবেন দর্শক। এরই মধ্যে এল নতুন খবর। ফারহানের এই নতুন ছবি ‘জি লে জারা’-তে শুধু তিন নায়িকা নয়, দেখা যাবে অভিনেতা ইশান খট্টরকেও। এই নতুন ছবিতে কার সঙ্গে জুটিতে দেখা যাবে ইশানকে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে।
আরও পড়ুন: বিয়ের পর স্বামীর সঙ্গে থাইল্যান্ড উড়ে গিয়েছেন পূর্ণিমা, কেমন কাটছে হানিমুন?
গত বছর অগস্ট মাসে ঘোষণা হয়েছিল ‘জি লে জারা’ ছবির। চলতি বছর জুলাই বা অগস্টের শুরুতে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। ২০২৩-সালে শ্যুটিং শুরু হবে ‘জি লে জারা’র। কিন্তু কেন এত দেরী হচ্ছে প্রোডাকশনের কাজে? আসল কারণ হল, একসঙ্গে তিন লিডিং লেডি-র ডেট নিয়ে সমস্যা। সূত্র বলছে, ক্যাটরিনা, আলিয়া, প্রিয়াঙ্কা তিনজনই ফাঁকা রয়েছেন এমন তারিখ পেতে সমস্যা হচ্ছে, এর জেরেই প্রোডাকশনের কাজ ক্রমশও পিছিয়ে যাচ্ছে।