Isha Ambani Lehenga: আইভরি লেহেঙ্গায় ঝলমল করছেন ইশা, গা ভর্তি হিরের গয়না, কোন ডিজাইনারের পোশাক পরেছেন Updated: 07 Mar 2024, 07:18 PM IST Priyanka Bose Isha Ambani Look: লুই ভিতোঁর মতো বিদেশী বিলাসবহুল লেবেল থেকে এবং আবু জানি সন্দীপ খোসলা এবং মণীশ মালহোত্রার মতো ভারতীয় ডিজাইনারদের চ্যানেল থেকে পোশাক বেছে নিয়েছিলেন ইশা আম্বানি।