বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: দেওয়ালে লেগে চুইংগাম, সেটাই টেনে চিবোচ্ছেন এক মহিলা! কাণ্ড দেখে কী বলছে নেটপাড়া?
পরবর্তী খবর
Viral Video: দেওয়ালে লেগে চুইংগাম, সেটাই টেনে চিবোচ্ছেন এক মহিলা! কাণ্ড দেখে কী বলছে নেটপাড়া?
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2023, 03:00 PM ISTSubhasmita Kanji
Viral Video: সিয়াটেলের একটি বাড়ির দেওয়ালে লেগে রয়েছে চুইংগাম। সেটা দেখতে পেয়েই চাটতে শুরু করলেন এক মহিলা। শুধুই কি তাই? সেটাকে টেনে রীতিমত চিবোতে শুরু করে দিয়েছেন তিনি।
দেওয়ালে লেগে থাকা চুইংগাম চিবোচ্ছেন এক মহিলা
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে! কখনও এটা সেটা রান্না, তো কখনও ভরা বাজারে নাচ, তো কখনও অন্য কিছু। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য তাঁদের এই কীর্তিকলাপ মাঝে মধ্যে এমন উদ্ভট হয়ে যায় যে সেটা দেখে স্তম্ভিত হওয়া ছাড়া উপায় থাকে না। এদিন তেমনই এক মহিলা দেওয়ালে লেগে থাকা চুইংগাম চেটে নিয়ে, চিবোলেন। আমেরিকার এই ইনফ্লুয়েন্সারের কাণ্ড দেখে সবাই ছিঃ ছিঃ করছে। রীতিমত বমি পেয়ে যাচ্ছে তাঁর কাজকর্মে।
কী করেছেন সেই মহিলা?
সিয়াটেলের যে বিখ্যাত গাম ওয়াল আছে সেটাই দেখতে এসেছিলেন এই মহিলা। কিন্তু সেখানে এসে তিনি যেটা করলেন সেটা দেখে সবারই চক্ষুছানাবড়া। তাঁর এই ভিডিইয়োতে দেখা যাচ্ছে তিনি সেই দেওয়ালে চিপকে থাকা চুইংগাম প্রথমে চাটছেন তারপর সেখান থেকে একটি চুইংগাম টেনে নিয়ে সেটা চিবোচ্ছেন।
ভাইরাল ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাদা টপ পড়ে দেওয়ালটির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তারপর আচমকাই তিনি সেটা চাটতে শুরু করেন। এবং তারপর ঝুলতে থাকা একটি চুইংগাম টেনে নিয়ে চিবোন। তারপর সেটা আবার দেওয়ালে চিপকে দেন।
নেটিজেনরা কী বলছেন?
এটা দেখেই বমি পেয়ে গিয়েছে অনেকের। তাঁরা সকলেই ছিঃ ছিঃ করে উঠেছেন। এক ব্যক্তি লেখেন, 'নজর কাড়ার জন্য যে এঁরা আর কী কী করবেন কে জানে!' কেউ আবার লেখেন, 'ইস। এখন মনে হচ্ছে এটা না দেখলেই হতো। বমি পাচ্ছে, ওয়াক থু।' 'কী নোংরা, ইস' মন্তব্য আরেকজনের। 'এভাবেই তো রোগ ছড়ায়। পাগল নাকি এঁরা?' মন্তব্য করেছেন কেউ কেউ।